আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল এবং ইরানের মধ্যে এখন যুদ্ধ পরিস্থিতি। বিশ্বের বাকি দেশগুলি এখন কার দিকে যাবে সেই ভাবনা ভাবছে। কেউ বা আবার নিরপেক্ষ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তবে এই পরিস্থিতিতে ফের একবার হলুদ ধাতুর ওপর বিরাট কোপ পড়ল।


মধ্যপ্রাচ্যের এই টেনশনের পরিস্থিতিতে সোনার দাম এবার আরও চড়ছে। ভারতের বিভিন্ন শহরে সোনার দাম ১ লাখের ঘরে পৌঁছে গিয়েছে। ১০ গ্রাম সোনার দাম যে হারে বাড়ছে তাতে আগামীদিনে সোনা যার হাতে থাকবে সে সোনায় সোহাগা হয়ে থাকতে পারে। 


যারা সোনাতে বিনিয়োগ করতে পছন্দ করেন তারা এই সময় খানিকটা হলেও চিন্তায় পড়ে গিয়েছেন। এই সময়ে তারা সোনা কিনবেন কিনা তা নিয়ে তারা চিন্তিত। এবিষয়ে বিশেষজ্ঞরা মনে করছেন সোনা নিয়ে এখনই বেশি চিন্তা করার কারণ নেই। ভারতের বিভিন্ন শহরে সোনার দাম ১ লাখের ঘরে চলে গিয়েছে ঠিক। তবে সেখান থেকে খুব বেশি হয়তো বাড়বে না। তবে যদি আন্তর্জাতিক বাজারে সোনার দামে বিরাট হেরফের হয়ে থাকে তাহলে সেখান থেকে সোনার দামে ফের বিরাট উত্থান হতে পারে। 


সোনা কেনার কোনও সঠিক সময় থাকে না। বছরের যেকোনও সময়তেই সোনা কেনা যায় বা সোনাকে মজুত করা যায়। বাজারেও সোনা নিয়ে তেমন কোনও অস্থিরতা নেই। ফলে এটা প্রমাণ করছে সোনা যদি ঘরে থাকে তাহলে সেখান থেকে নিশ্চিন্ত থাকা যায়।


বিশ্বের বাজারে সোনার দাম এখন হয়তো অনেকটা ওঠানামা করতে পারে। সেদিক থেকে দেখতে হলে সোনা নিয়ে পরবর্তীকালে আরও চিন্তাভাবনার দরকার রয়েছে। ইরান-ইজরায়েলের মধ্যে পরিস্থিতি যত অবনতি হবে ততই সোনার দাম বাড়বে। তবে যেহেতু তেলের সঙ্গে ইরান যুক্ত তাই মনে করা হচ্ছে সোনার ওপর এর বিরাট প্রভাব হয়তো আসবে না। সোনার পাশাপাশি সেখানে রূপোর দামেও খানিকটা এদিক ওদিক হতে পারে।


তবে সোনার ব্যবসায়ীরা জানাচ্ছেন ইরান-ইজরায়েলের এই পরিস্থিতিতে সোনার দাম বাড়ছে। অনেকেই সোনা কিনে ঘরে মজুত করতে চাইছেন। নিরাপদ বিনিয়োগ বলে সোনার ওপরই সকলের নজর রয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার কম থাকার ফলে মানুষ সোনাতেই বেশি বিনিয়োগ করার দিকে ঝুঁকেছেন।