একে একে নায়িকাদের ঘরে ফেরা হচ্ছে বলাই যায়। কারণ, সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ছোটপর্দায় ধরা দিতে চলেছেন তাঁরা। টলিপাড়ার বহু নায়িকাদের 'ঘর ওয়াপসি'র খবর মিলছে। এবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস। বহুদিন ধরেই এই জল্পনা চলছিল। তবে তিনি ফিরেছিল স্টার জলসার একটি মজাদার রিয়্যালিটি শো-এ। তখন থেকেই অভিনেত্রীকে ধারাবাহিকে ফেরার জন্য অনুরোধ করতেন অনুরাগীরা।
কিছুদিন আগেও নতুন মেগায় তাঁর ফেরার খবর থাকলেও সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। এবার দর্শকের জন্য এল খুশির খবর। সত্যিই ছোটপর্দায় ফিরছেন রণিতা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই গল্প। নাম 'ও মন দরদিয়া'। রণিতার নায়ক হতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল।
এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফাহিম মির্জা। ফাহিমকে দর্শক ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় দেখেছেন। কিছুদিন আগেও তাঁকে 'মিত্তির বাড়ি'তে শেষ দেখেছেন দর্শক। ইতিবাচক এবং নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে এর আগে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছেন ফাহিম। 'ও মন দরদিয়া' ধারাবাহিকে ফাহিমকে দেখা যেতে চলেছে নেতিবাচক চরিত্রে।
আরও পড়ুন: টানা এক মাস ধরে চলবে মহানায়কের জন্মদিন উদযাপন! বাঙালির নস্টালজিয়া উসকে দেবে 'শতরূপে উত্তম'
সম্প্রতি প্রকাশ্যে এসেছে মেগার প্রথম প্রোমো। সেখানে দেখা যাচ্ছে রণিতার স্বামীর চরিত্রে ফাহিম। রণিতা অন্তঃসত্ত্বা। এদিকে, ফাহিমকে খুঁজতে এসেছে একদল লোক। অভিযোগ, তিনি নাকি টাকা ধার নিয়ে শোধ দিতে পারেননি। লোকজনের চোটপাটে ঘাবড়ে যায় ফাহিমের চরিত্রটি। সে বাড়ির সমস্ত টাকা নিয়ে পালায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা মাথায় থাকে না। এদিকে, রণিতার চরিত্রটি অসহায় হলেও একজন লড়াকু মা সে। একাই হাসপাতালে পৌঁছয় সন্তান জন্ম দিতে। কিন্তু পথে অ্যাক্সিডেন্ট হয়। একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। কিন্তু সময়মতো ঠিক হাসপাতালে পৌঁছে যায় সে। সন্তানের জন্মও দেয়।
পরে সে জানতে চায় তার এই উপকার কে করল? সামনে আসে ইন্দ্রজিতের চরিত্রটি। বিশ্বজিৎ ও রণিতার জুটিকে এই প্রথম পর্দায় দেখতে চলেছেন দর্শক। এর আগে ভিন্ন ধারাবাহিকে দর্শকের মন জয় করলেও এই প্রথম জুটিতে আসছেন তাঁরা।
প্রসঙ্গত, এর আগে বিশ্বজিৎকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'মালা বদল'-এ। বরাবরই দর্শকের চোখে 'প্রিয় নায়ক' হিসেবে পরিচিতি পান বিশ্বজিৎ। ধারাবাহিকে তাঁর থাকা মানেই হিট! অন্যদিকে, পর্দার 'বাহামণি'কে নতুন চরিত্রে ফের দেখার জন্য অপেক্ষায় আছেন রণিতার অনুরাগীরা। একটা অন্যরকম প্রেমের গল্পে জুটি হিসেবে দুই তারকাকে দেখার জন্য আগ্রহী দর্শক মহল।
প্রসঙ্গত, এখন টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখার খেলা। গল্প যতই জমজমাট হোক না কেন, টিআরপিতে যদি প্রথম দশে টিকে না থাকে মেগা, তবেই অসুবিধা। এমনকী টিআরপির নম্বরের নিরিখে এখন ভবিষ্যৎ নির্বাচন হচ্ছে ধারাবাহিকের। অন্যদিকে, বছরের পর বছর ধরে চলছে একাধিক মেগা। আবার মাত্র দু-তিন মাসেই ইতি টানছে নতুন ধারাবাহিক। এক্ষেত্রে সবটাই মেগার স্লট ও গল্পের মোড়ের উপর নির্ভরশীল।
