নিজস্ব সংবাদদাতা: টলিউডে ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ আয়েন্দ্রী রায়। তবে এবার টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের মতোই মুম্বই পাড়ি দিলেন আয়েন্দ্রী। শুধু মুম্বই পাড়ি দেওয়া নয়, সেখানে একটি হিন্দি প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই সুখবর প্রকাশ্যে আনলেন তিনি। 

 


কিছুদিন আগেই জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকে আয়েন্দ্রীকে একদম অন্য লুকে দেখেছেন দর্শক। এই মুহূর্তে স্টার জলসার 'গীতা এলএলবি'-তে অভিনয় করছেন আয়েন্দ্রী। তবে তার মাঝেই বলিউডে কাজের সুযোগ। এই মুহূর্তে এই কাজ নিয়ে খুব বেশি কিছু বলতে পারবেন না অভিনেত্রী। তবে এটুকুই জানিয়েছেন যে, তিনি যা আশা করেছিলেন তার থেকে অনেকটা বেশি পেতে চলেছেন। 

 

শুটিং শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। মাঝে কিছুটা ওজন বেড়ে গেলেও এই কয়েকদিনে প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন আয়েন্দ্রী। ওজনের জন্য নানা মন্তব্য শুনতে হলেও তাতে কান দেননি তিনি। নিজের ওজন কমিয়ে আবার আগের চেহারায় ফিরে আরও আত্মবিশ্বাসী অভিনেত্রী। টলিউডের ছোটপর্দায় তাঁকে নানাভাবে দেখেছেন দর্শক। বেশিরভাগ ক্ষেত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ইতিবাচক চরিত্রেও সমান ভালবাসা পেয়েছেন আয়েন্দ্রী। 

 

এবার টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডেও নিজের জায়গা তৈরি করতে চলেছেন আয়েন্দ্রী। একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অভিনেত্রী‌। বলিউডে কোন মাধ্যমে কাজ করছেন তিনি, তা এখনও জানা যায়নি।