নিজস্ব সংবাদদাতা: ৬ মাস পেরানোর আগেই শেষ হল সান বাংলার 'মঙ্গলময়ী মা শীতলা'। এই ধারাবাহিকের সঙ্গে ২ মাস আগে যুক্ত হন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।

'জরাসুর'-এর হাত থেকে পৃথিবীকে রক্ষা করেন 'মা শীতলা', সেই গল্প নিয়েই এই ধারাবাহিক। দু'মাস আগেই বেশ কয়েক বছর পেরিয়ে লিপ আসে গল্পে। সেই নতুন ট্র্যাকে দেখা যায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। মাত্র এই ক'দিনের মধ্যেই যাত্রা শেষ হল ধারাবাহিকের। সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও ভাগ করে এই দুঃসংবাদ নিজেই দেন অভিনেত্রী। আজকাল ডট ইন এর পক্ষ থেকে দীপান্বিতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি এতদিন যে'কটা ধারাবাহিকে অভিনয় করেছি, তার মধ্যে এই ধারাবাহিকের ক্ষেত্রে আমার জন্য সবচেয়ে কম মেয়াদ ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি সকলের সঙ্গে ভাল বন্ডিং হয়ে যাবে তা আমি ভাবিনি। সব শুরুর একটা শেষ থাকে। কিন্তু এমন একটা টিম আমি খুব মিস করব।"

তবে একটি ধারাবাহিকে কাজ শুরু করার মাত্র দু মাসের মধ্যেই শেষ হয়ে যাওয়া কী চিন্তায় ফেলে দীপান্বিতাকে? দীপান্বিতার কথায়, "আমরা যখন এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি, তখন থেকেই জানি কতটা অনিশ্চিত আমাদের কাজের জায়গা। সেই ভাবনা নিয়েই এগোই, এত তাড়াতাড়ি এইভাবে একাধিক ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া সত্যিই চিন্তার। কিন্তু সময়ের সঙ্গে সব মানিয়ে নিতে হবে। এছাড়াও আমার মনে হয় এই কারণে প্রত্যেক শিল্পীর দ্বিতীয় একটা পথ ভেবে রাখা উচিত, যাতে পুরোপুরি বসে থাকতে না হয়, তাই অভিনয়ের সঙ্গে দ্বিতীয় একটা রাস্তা খোলা থাকলে চিন্তাটা অনেকটা কম হয়। টলিউড বা বলিউড সব ক্ষেত্রেই ছবিটা একরকম। তবে এরপর আমি ওয়েব সিরিজ বা বড় পর্দা যেখানেই কাজ করি না কেন, ছোটপর্দা ছাড়বনা। কারণ এই মাধ্যম আমাকে পরিচিতি দিয়েছে, তাই অবশ্যই অন্যান্য কাজের পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করব।" দীপান্বিতা জানিয়েছেন পরবর্তী কাজ নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা চলছে। খুব শীঘ্রই তিনি নতুন সুখবর দিতে পারবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।