নিজস্ব সংবাদদাতা: রহস্যের ভিড়ে ফিকে হয়ে যেতে বসেছে প্রেম। দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই যদিও রহস্যের গন্ধে ভাসছে প্রেমও। তবুও নিখাদ প্রেমের টানে কলম ধরছেন কিছু পরিচালক। সঙ্গে মিশছে খ্যাতনামা‌ পরিচালকদের বেশকিছু সৃষ্টিও। এই সবকিছুর মিশেলে গল্প বুনেছেন পরিচালক অভিক কবীর দত্ত। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে তাঁর। 

 

 

 

গল্পের কেন্দ্রবিন্দুতে সত্যজিৎ রায়ের কালজয়ী নারী চরিত্ররা। চার নারীকে নিয়ে এগোবে গল্প। তাই ছবির নাম প্রাথমিকভাবে ঠিক হয়েছে 'চার কন্যা'। এই ছবির চমক হিসাবে চার চরিত্রেই দেখা যাবে শুধুমাত্র এক নায়িকাকেই। অভিনেত্রী সাক্ষী সাহা ওরফে ডোনাকে দেখা যাবে সত্যজিৎ রায়ের সৃষ্টি কালজয়ী চার নারী চরিত্রকে একসঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে। 

 

 

গল্পে নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋদ্ধিষ চৌধুরীকে। ছোটপর্দার পরিচিত মুখ ঋদ্ধিষ এই ছবির মাধ্যমেই বড়পর্দায় পা রাখতে চলেছেন। চার চারটি চরিত্রকে একসঙ্গে পর্দায় ফুটিয়ে তোলার অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে ডোনা সাহা বলেন, "দ্বৈত চরিত্রে অনেকেই অভিনয় করেন। কিন্তু একসঙ্গে চারটি চরিত্রে অভিনয় করতে হবে শুনেই প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু বিষয়টা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। যেভাবে এই গল্পে আমায় দেখা যাবে, দর্শক ভাবতেও পারেননি এইরকমভাবে আমায় কোনওদিন দেখবেন। প্রতিটা চরিত্রের সঙ্গে লুকিয়ে রয়েছে একটা যোগসূত্র, যেটা ছবিটি না দেখলে বোঝা যাবে না।" 

 

 

 

জানা যাচ্ছে, শুটিং ইতিমধ্যেই শেষ। চলছে ডাবিংয়ের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫-এই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'চার কন্যা'।