পর্দায় তাঁকে নানাভাবে দেখেছেন দর্শক। 'হাওড়া ব্রিজ' অনুষ্ঠানের কথা বললেই যার কথা প্রথম মনে আসে তিনি অভিনেত্রী,সঞ্চালিকা মোনালিসা পাল। এরপর ছোটপর্দা থেকে বড়পর্দা এমনকী মঞ্চেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। তবে বেশ কয়েক বছর টলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরে অভিনেত্রী। এই সময়টা মাতৃত্ব উপভোগ করছেন মোনালিসা, এমনকী দেশেও ছিলেন না তিনি। তবে দেশে ফিরেই নতুন কাজ শুরু করলেন মোনালিসা পাল। 

 


এর আগে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করেছেন তিনি। তবে এবার নিজে যা শিখেছেন সেটার মাধ্যমেই মানুষকে বিশেষ করে মহিলাদের ভাল রাখার প্রচেষ্টায় মোনালিসা। প্রথমবার সেই বিষয়ে কথা বললেন অভিনেত্রী। ২০২২ সালে দর্শক তাঁকে শেষবার দেখেছিলেন সান বাংলার 'নয়ন তারা' ধারাবাহিকে। সেই সময় তিনি অন্তঃসত্ত্বা। এরপর পুত্র সন্তানের জন্ম দেন মোনালিসা এবং স্বামীর কর্মসূত্রে বিদেশে থাকতে শুরু করেন সন্তানকে নিয়ে। 

 

যদিও সন্তান জন্মের পরে স্বামীর অনুপ্রেরণায় সাইবার সিকিউরিটি নিয়ে কাজ শুরু করেন মোনালিসা এবং এখন তাঁদের দেশ-বিদেশে নানা জায়গায় কাজ হয়। তবে এর বাইরে ও নতুন শুরু করতে চলেছেন মোনালিসা পাল। মনোবিদ শ্রীময়ী তরফদার এবং মোনালিসা পাল শহর কলকাতায় করতে চলেছেন একটি আর্ট ওয়ার্কশপ, নাম 'শক্তিরুপেণ'। 

 

আরও পড়ুন: 'জীবন এখন আর ধারায় নেই, ধারাবাহিকে কবে ফিরব জানি না'-একরত্তি মেয়েকে নিয়ে কেমন কাটছে অহনার দিন? কী জানালেন 'মিশকা'?


তবে এই ওয়ার্কশপ কোনও বিশেষ শিল্পের ধারা কেন্দ্রিক নয়। এই ওয়ার্কশপ আসলে নিজেকে ভাল রাখার জন্য। আমরা নিজেদেরকে চিনি ক'জন? নিজেদেরকে চেনা খুব প্রয়োজন। সেই জন্যই এই ওয়ার্কশপ 'শক্তিরূপেণ'। যার মূল লক্ষ্য, নিজেদের মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে খুঁজে বের করে তাকে বধ করে অন্য 'আমি'র খোঁজ। এই ওয়ার্কশপের মাধ্যমে আসলে মনকে একটু ভাল রাখার প্রচেষ্টা, যা বর্তমান সময়ে অত্যন্ত দরকার। সেখানে নিজের মঞ্চে শেখা অভিনয়কে কাজে লাগাবেন মোনালিসাও। মহিলাদের নিয়ে শুরু হচ্ছে এই প্রথম কর্মশালা, এরপর নারী-পুরুষদের নিয়ে আরো নানা কাজ করার পরিকল্পনা রয়েছে মোনালিসা এবং শ্রীময়ীর। 

 

 


এই মুহূর্তে ছেলে এবং স্বামীর সঙ্গে দেশে ফিরে এসেছেন মোনালিসা‌। তবে কাজ ছাড়া থাকার মানুষ তিনি নন। সেই কারণে নতুন পরিকল্পনা করেছেন তিনি। মা হওয়ার পর তিনি বুঝতে পেরেছেন মহিলাদের ভাল রাখা নিজেদের গুরুত্ব দেওয়া কতটা প্রয়োজন। সেই কারণেই এমন অভিনব ভাবনা। ২০ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ের আগের দিন এই ওয়ার্কশপ হতে চলেছে। 'মন ও মনন'- এর সমাজমাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

 

 


তবে কি অভিনয় থেকে সম্পূর্ণ দূরে সরে গেলেন মোনালিসা? কারণ 'কে আপন কে পর', 'বোঝেনা সে বোঝেনা'র মতো তাঁর ধারাবাহিক নিয়ে আজও দর্শক আলোচনা করেন। পর্দায় ফিরে পেতে চান মোনালিসাকে। মোনালিসা জানান এইবার তিনি আবার অভিনয় জগতে ফেরার কথা ভাবছেন। এতদিন নিজের সিদ্ধান্তে বিরতি নিয়েছিলেন, স্বামী ও সন্তানকে নিয়ে দারুণ সময় কাটিয়েছেন। যদিও এর মধ্যে একাধিক কাজের প্রস্তাব এসেছে, কিন্তু সেই সময় ফিরিয়ে দিয়েছেন মোনালিসা। 

 


অভিনেত্রীর কথায়, "এই ইন্ডাস্ট্রির কাছে আমি কৃতজ্ঞ। এতদিন বাদেও আমায় ভেলেননি কিছু মানুষ, এটাই আমার কাছে ভাললাগার, এখনও তেমন কোনও চরিত্র এলে আমাকে জানানো হয়। তবে এতদিন বিরতি নিলেও এবার আবার নতুন করে কাজ শুরু করার কথা ভাবছি এবং ভাল কাজ পেলে অবশ্যই আবার ফিরব।"