কালীপুজোয় সেই আগের চেনা রূপে ধরা দিলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। কপালে সিঁদুর এবং হাতে শাখা পলা পরে দুই সন্তানকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে নিজের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে দূরত্ব মিটিয়ে আগের থেকে এখন অনেকটাই কাছাকাছি দু’জনে। এই বিষয়ে রিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার শাঁখা-সিঁদুর পরতে ভাল লাগে। এছাড়াও আমি তো বিবাহিত, কেন পরব না!”
কিছুদিন আগে বিবাহিত জীবন নিয়ে তাঁকে অত্যন্ত সমস্যার মধ্যে দেখা গেলেও এখন যেন আগের থেকে অনেকটাই খুশি রিয়া। স্বামী অরিন্দমের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাওয়া হলে রিয়া জানান, “কিছুদিন আগেই শাশুড়ি মাকে হারিয়েছি, অরিন্দমের জীবনে ওর মা সব, তাই এই কঠিন সময়ে ওর পাশে না দাঁড়াতে পারলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি মানছি যে রাগের মাথায় আমি বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি, তার স্বীকার করতে আমি দ্বিধাবোধ করি না। আসলে সেই সময় নানা ঘটনার কারণে আমার মানসিক অবস্থা ঠিক ছিল না। তবে এতকিছুর পরও অরিন্দমের পরিবার থেকে আমায় ভালবেসেছে, মেনে নিয়েছে। সবচেয়ে বড় কথা আমাদের দু’টি সন্তান আছে। তাদের কথাও আমরা দু’জনেই ভাবি, তাই এটুকু বলতে পারি যে এখন আমাদের সম্পর্ক আগের থেকে অনেকটাই ভাল। আমরা দু’জনেই একে অপরের বাড়ি যাতায়াত করছি। নিজেদের ভুলগুলোকে আবার ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। এত সমস্যার পরও আমরা আলাদা হতে পারলাম না, হয়তো সত্যি আলাদা হওয়ার ছিল না। এই মুহূর্তে আমার নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি দুই সন্তানের কথা ভেবে। এছাড়া আমার শাশুড়ি মা যেভাবে চলে গেলেন তা মেনে নিতে পারি না, তাই আর হয়তো কাছের মানুষদের হারাতে চাই না। এবং উনিও হয়তো চাইতেন না আমাদের মধ্যেই দূরত্ব তৈরি হোক। এটুকুই বলতে পারি আমরা আগের থেকে ভাল আছি। বাকিটা সময়ের উপর ছেড়ে দিয়েছি। যা যা ভুল করেছি তা শুধরে নেওয়ার চেষ্টা করছি দু’জনেই।”
রিয়া মনে করেন, সম্পর্ক গড়তে যা সময় লাগে, ভাঙতে তার কিছুই লাগেনা। তবে গড়া ও ভাঙার এই মাঝের মুহূর্তটাই আসল। নানা বাধা-বিপত্তিও ঝড় এলেও একে অপরকে কীভাবে আঁকড়ে থাকতে হয়, সেটাই আসল কথা। তাই কয়েক মাস আগেও স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গেলেও সময় আবার তা ঠিক করে দিল। অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন রিয়া। বিশেষ করে নিজের দুই সন্তানকে মা-বাবার ভালবাসা থেকে বঞ্চিত করতে চান না অভিনেত্রী। নিজের সংসারকে নতুন করে আবার গুছিয়ে নেওয়ার পাশাপাশি নতুন কাজ শুরু করছেন তিনি। বড়পর্দায় শুটিং শুরু করছেন রিয়া। তবে এই মুহূর্তে এই কাজ নিয়ে এর বেশি কিছুই জানাতে পারবেন না অভিনেত্রী।
