নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় তিনি পরিচিত ঠোঁটকাটা হিসাবে। বরাবরই স্পষ্ট কথায় জুড়ি মেলা ভার অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। বিতর্ক তাঁর পিছু ছাড়েনা। কিন্তু বিতর্কে কখনওই কান দেননি তিনি। এগিয়ে চলেছেন নিজের ছকে। 

 

 

 

শ্রীলেখার ব্যক্তিগত জীবনও থাকে নেটিজেনদের চর্চায়। প্রেম প্রসঙ্গেও বহুবার নাম জড়িয়েছে তাঁর। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেম ভাঙার খবর নিজেই জানিয়ে দিলেন শ্রীলেখা। সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'হালকা একটা প্রেম হতে গিয়েও শেষমেশ বেঁচে গিয়েছি। রক্ষে করো রগুবীর।'

 

কার সঙ্গে প্রেম করতে গিয়ে মন ভেঙেছে শ্রীলেখার? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একটা প্রেম এসেছিল ঠিকই। পরিচিতদের মধ্যে কেউ নন। হঠাৎই উড়ে এসে জুড়ে বসার মতো করে প্রেম এসেছিল। বহুদিন পর ভালবাসার স্বাদ পেয়ে বেশ চনমনে হয়ে উঠেছিলাম। কিন্তু এক ধাপ এগোতেই দু'জনের মত আর মিলল না। তাই সিদ্ধান্ত নিলাম সম্পর্কটি আর না এগোনোর।"

 

 

 

শ্রীলেখার কথায়, "প্রেম ভাঙার দুঃখে খুব কান্নাকাটি করেছিলাম ক'দিন। আমার বাড়িতে পরিচারিকা মাসিও আমার কষ্ট দেখে খুব দুঃখ পেয়েছেন। তারপর নিজেকে বোঝালাম, এইভাবে চলবে না। এগিয়ে যেতে হবেই। তবে ঠিক করেছি, জীবনের সব ধরনের অভিজ্ঞতা দিয়েই কিছু তৈরি করব। সব অভিজ্ঞতাই গল্পের আকারে ধরা থাকলে নিজেরও ভাল লাগবে। আপাতত প্রেম ভুলে কাজে মন দিয়েছি।"