বলিউডের ‘খিলাড়ি কুমার’ আর লেখক-অভিনেত্রী টুইঙ্কল খান্নার বড় ছেলে আরভ কুমার পা দিলেন ২৩-এ। ১৫ সেপ্টেম্বর ছেলের জন্মদিন উপলক্ষে মা-বাবা দু’জনেই ভাগ করে নিলেন বিশেষ শুভেচ্ছা। ইনস্টাগ্রামে পোস্ট করা বার্তায় ভরপুর ভালবাসা, সঙ্গে হালকা কৌতুকের ছোঁয়া।

অক্ষয় কুমার শেয়ার করেছেন ছেলে আরভের সঙ্গে একটি নিজস্বী। ক্যাপশনে লিখেছেন, “শুভ ২৩তম জন্মদিন, আরভ! আমি যখন তোমার বয়সী ছিলাম, তখন শিখছিলাম পর্দায় মারপিট করতে। এখন তুমি প্রতিদিন আমাকে হারিয়ে দাও— প্রযুক্তি থেকে ফ্যাশন, এমনকী খাবারের টেবিলেও তর্কেও। দেখতেই দেখতেই তুমি কত বড় হয়ে গেলে! তুমি আমার গল্পে আমাকেই পার্শ্বচরিত্রে বানিয়ে দিয়েছ। শুধু তোমার জন্যই আমার জীবনের সেরা ২৩ বছর কেটেছে।”

অন্যদিকে টুইঙ্কল খন্না লিখেছেন আরও কাব্যিক ভঙ্গিতে। তিনি ছেলেকে তুলনা করেছেন ‘বাতাসের’ সঙ্গে। “সে এখন ২৩। ওকে আঁকড়ে ধরে রাখতে চাই, অথচ জানি বাতাসের মতোই সন্তানদের কেবল কিছুক্ষণের জন্যই আঁকড়ে রাখা যায়। হাওয়া যেমন ফুসফুসে এসে আবার বেরিয়ে যায়, তেমনি ওরও একদিন উড়ে যাওয়া স্বাভাবিক। আমার উপমাটা হয়তো পুরোপুরি সঠিক নয়, কিন্তু আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই!জন্মদিনের শুভেচ্ছা আমার ছেলেকে। যেন তার সহজাত দয়া এই পৃথিবী ভরিয়ে তোলে।”

 

এই বছর অক্ষয় কুমারের ঝুলি ভরতি— 'স্কাই ফোর্স', 'কেশরী চ্যাপ্টার ২', 'হাউজফুল ৫' থেকে শুরু করে তেলুগু ছবি 'কানপ্পা'। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে জলি এলএলবি ৩, তার পরেই আসছে প্রিয়দর্শনের সঙ্গে ভূত বাংলা আর হেওয়ান।

অন্যদিকে টুইঙ্কল খন্না ফের আসছেন স্ক্রিনে। প্রাইম ভিডিওতে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর টক শো টু মাচ, যেখানে প্রথম অতিথি হিসেবে থাকবেন কাজল।

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jolly Mishra - Asli Jolly from Kanpur (@akshaykumar)