বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আলিয়া ভাট আর রণবীর কাপুরকে নিয়ে যতই রোম্যান্টিক কল্পকাহিনি শোনা যাক না কেন, বাস্তবে তাঁদের দাম্পত্য জীবনের গল্প একেবারেই আলাদা। আলিয়ার নিজের মুখেই স্বীকারোক্তি— “আমার সবচেয়ে বড় ট্রোলার কিন্তু বাড়িতেই থাকে— আর সে হল রণবীর!”
কাজল-টুইঙ্কেলের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর নয়া পর্বে হাজির হয়েছিলেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। সেখানেই রণবীরের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে নানান গোপন ব্যক্তিগত কথা ভাগ করলেন আলিয়া।
তিনি বলেন— “রণবীর আর আমার মধ্যে পরিচয়ের দিন থেকেই একটা বন্ধুত্ব ছিল। তাই সিনেমার মতো গোলাপে্য পাপড়ি ছড়ানো রাস্তায় স্বপ্নালু রোম্যান্স নয়, বরং বেস্ট ফ্রেন্ডস-এর মতো সম্পর্ক আমাদের। তবে অবশ্যই আমি ওকে বিয়ে করেছি একটা কারণে— ও মানুষ হিসেবে যেমন অপূর্ব তেমনই আমার প্রতি ও যেমন ব্যবহার করে, তা ভীষণ ভালো লাগার। কিন্তু এটাও ঠিক, আমি ওর পিছনে লাগতে, ওকে ট্রোল করতে সবথেকে বেশি ভালবাসি আর ও আমায় ট্রোল করতে!”
বিয়ের আসল ফর্মুলা যে 'সম্মান' সে বিষয়ে কোনও সন্দেহ নেই আলিয়ার। অভিনেত্রীর মতে, একটি দাম্পত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল ‘সম্মান’। তাঁর কথায়, “সম্মান থাকলেই আসে ভালবাসা, সমর্থন, বোঝাপড়া— সবকিছু। আমার কাছে সম্মানই হলো একটি সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি।”
প্রসঙ্গত, বলিউডি বড়সড় বিয়ের বদলে কেন ছোটখাটো ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেছিলেন তাঁরা, সেটিও জানালেন আলিয়া- “আমরা দু’জনেই ঘরকুনো, মেলামেশয় স্বচ্ছন্দ নই, তাই ভেবেছিলাম আমাদের জীবনের সবচেয়ে বড় দিনে শুধু কাছের মানুষদেরই চাই।”
২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ের বাড়িতেই বিয়ে করেছিলেন আলিয়া-রণবীর। উপস্থিত ছিলেন করণ জোহর, আকাশ আম্বানি, অয়ন মুখার্জি-সহ ঘনিষ্ঠজনেরা। ওই বছরই নভেম্বর মাসে জন্ম নেয় তাঁদের কন্যা রাহা কাপুর।
উল্লেখ্য, রণবীরকে দেখা যাবে নিতেশ তিওয়ারির 'রামায়ণ'-এ, যেখানে সাই পল্লবী, যশ, সানি দেওল, লারা দত্তরাও আছেন। দীপাবলি ২০২৬-এ মুক্তি পাবে এ ছবির প্রথম ভাগ।
অন্যদিকে, আলিয়া-রণবীর একসঙ্গে ফিরছেন সঞ্জয় লীলা বনশালির 'লভ অ্যান্ড ওয়ার'-এ। ছবিতে তাঁদের সঙ্গে থাকবেন ভিকি কৌশলও।
