সংবাদসংস্থা মুম্বই: ছবির জগতে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের যাত্রাপথ যে সহজ ছিল না তা তাঁর অনেক ভক্তই জানেন। কিন্তু অভিনয় জগতে আসার আগে ঠিক কেমন ছিল 'শাহেনশা'র জীবন? এক সময় মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে অমিতাভ জানিয়েছিলেন, তিনি অভিনয় জগতে আসার আগে কলকাতায় সাধারণ এক চাকুরিজীবী ছিলেন। সেই সময় তাঁর পারিশ্রমিক ছিল মাত্র ৪০০ টাকা। 

এক কামরার একটা ছোট ঘরে ৮ জনের সঙ্গে থাকতেন তিনি। ঘরে দুটি বিছানা ছিল। সেই বিছানায় করা শোবেন আর করা মেঝেতে শোবেন এই নিয়ে নাকি প্রতি রাতে ঝামেলা হত। এরপর ধীরে ধীরে নিজের জীবনে নতুন কিছু করার স্বপ্ন দেখতে থাকেন অমিতাভ। 

১৯৬৬ সালে বলিউডে তাঁর কেরিয়ার শুরু করেন। কেরিয়ারের শুরুতে তিনি অনেক সংগ্রাম করেছেন। কিছুবছর পর, তিনি মায়ার শহর মুম্বই ছেড়ে যাওয়ার মনস্থিরও করে নিয়েছিলেন। কেরিয়ারের শুরুতে অমিতাভ একটানা ১৩টি ফ্লপ দিয়েছিলেন। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ ছবিতে কাজ করার পর তিনি দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। আজও একইভাবে দর্শকের মন জয় করে চলেছেন তিনি। বয়স তাঁকে দমিয়ে রাখতে পারেনি। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নাগ অশ্বিন পরিচালিত ছবি 'কল্কি ২৮৯৮ এডি'। এই ছবিতে 'অশ্বত্থামা'র চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। ছবিতে বেশ কিছু নজরকাড়া অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। আগামীতে 'বিগ বি'কে দেখা যাবে রজনীকান্তের সঙ্গে 'ভেট্টিয়ান' ছবিতে।