নিজস্ব সংবাদদাতা: ফের একবার বড়পর্দায় রূপকথার গল্প বলতে আসছেন অনির্বাণ ভট্টাচার্য। তবে এবার পরিচালক হিসাবে নয়, অভিনেতা হিসাবে পর্দায় ম্যাজিক দেখাবেন তিনি।‌ সৌকর্য ঘোষালের পরিচালনায় আসছে নতুন ছবি, 'পক্ষীরাজের ডিম'। শুধু অনির্বাণ নয়, এই ছবিতে রয়েছেন 'রূপকথা'-র আরও এক কারিগর শ্যামল চক্রবর্তী। অনির্বাণের পরিচালিত 'বল্লভপুরের রূপকথা' ছবিতে 'মনোহর'-এর চরিত্রে নজর কেড়েছিলেন শ্যামল। এবার অনির্বাণের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন তিনি। 

 

 

'পক্ষীরাজের ডিম' ছবিতে শুধু অনির্বাণ ও শ্যামল নয়, গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু। 'রেনবো জেলি'র ঘোঁতন আর পপিনসের চরিত্রকে পর্দায় ফিরিয়ে আনবে এই ছবি। গল্পে হঠাৎ একদিন ঘোঁতন পেয়ে যায় একটা পক্ষীরাজের ডিম। তারপর? সেই ডিমকে কীভাবে যে রক্ষা করবে সবরকম বাধা বিপত্তি থেকে, সেই নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প। গোয়েন্দা ও রহস্য গল্পের যুগে, এক্কেবারে রূপকথার জগতে ফিরিয়ে নিয়ে যাবে ছোটদের ছবি।

 


ছবিটির শুটিং বছর দুই আগে শেষ হলেও, মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। জিও স্টুডিওর সঙ্গে হাত মিলিয়ে এসভিএফ বড়পর্দায় আনতে চলেছে নতুন এই ছবি। অবশেষে ছবিটি ১৩ জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন, জ্যোতি দেশপাণ্ডে, শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি।