আজকাল ওয়েবডেস্ক: বাগদান সারলেন অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে ‘এনগেজড’ হওয়ার কথা নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন অংশুলা। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তাঁকে প্রপোজ করেন রোহন। ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁদের প্রথম আলাপ। তিন বছর পর রোহন একেবারে একই সময়ে তাঁকে প্রপোজ করলেন তাঁকে।
নিজের পোস্টে অংশুলা লিখেছেন, “আমাদের আলাপ একটা অ্যাপে। সেদিন মঙ্গলবার ছিল। রাত ১.১৫-এ আমাদের কথা শুরু হয়। সকাল ৬টা পর্যন্ত আমরা কথা বলেছিলাম। আর কী আশ্চর্য, সেই সময়েই মনে হয়েছিল এটা সত্যি গুরুত্বপূর্ণ একটা কথপোকথন।
৩ বছর পর, আমার প্রিয় শহরে, সেন্ট্রাল পার্কের ক্যাসেলের সামনে, ও আমাকে প্রপোজ করল! ঠিক ভারতীয় সময় রাত ১.১৫-এ!
মনে হচ্ছিল, পৃথিবীটা ঠিক সেই মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল, সবকিছু ম্যাজিকের মতো মনে হচ্ছিল।
আমি কোনোদিনও রূপকথায় বিশ্বাস করতাম না কিন্তু রোহন সেদিন আমাকে যা দিয়েছে সেটা রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়।
আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। হাসি-কান্না, আর এমন এক আনন্দের মধ্যে দিয়ে গিয়েছি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার এনগেজমেন্ট হয়ে গেছে!!! আমার নিরাপদ আশ্রয়। আমার সেই একজন মানুষ।
প্রিয় মানুষ, প্রিয় শহর…”
পোস্টের সঙ্গেই একাধিক ছবিও প্রকাশ করেছেন অংশুলা। তাতেই দেখা যাচ্ছে প্রেমিক রোহনের বাজুবন্ধে আবদ্ধ হয়ে আলিঙ্গনরত অবস্থায় তাঁকে চুম্বন করছেন বনি-কন্যা অংশুলা।
