নিজস্ব সংবাদদাতা: সান বাংলায় শুরু হয়েছে পারিবারিক গল্প 'বসু পরিবার'। ধারাবাহিকে এই পরিবারের কর্তা 'অঞ্জন বাবু'। এই চরিত্রে অভিনয় করছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, ছোটছেলে দীপ্তেশের সঙ্গে রিক্সায় চেপে বাড়ি ফিরছেন অঞ্জন বাবু। নানা কথার মাঝে দীপ্তেশ বাবাকে জানায় সে একটি ক্লাবের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পেয়েছে।
কিন্তু ছেলেকে অঞ্জন বাবু বোঝান, এইভাবে ভবিষ্যতে উন্নতি করা সম্ভব নয়। তাই স্থায়ী কোনও চাকরি বেছে নিতে বলে তিনি দীপ্তেশকে। কিন্তু সে জানায়, এখন খেলার জগতে অনেক সুযোগ। তাই এইখানেই নিজের ভবিষ্যৎ গড়তে চায় সে। এর মধ্যেই দু'জন বাইক আরোহী এসে ধাক্কা মারে ওই রিক্সায়। তাতে পড়ে গিয়ে মাথা ফেটে যায় অঞ্জন বাবুর। এরপর দীপ্তেশ তড়িঘড়ি তাকে কাছের এক হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে এসে দীপ্তেশ জানতে পারে বাবার চিকিৎসা শুরু করতে হলে আগে জমা দিতে হবে পঞ্চাশ হাজার টাকা। কিন্তু সেই মুহূর্তে তার কাছে অত টাকা ছিল না। এবার কী চিকিৎসা আটকে যাবে অঞ্জন বাবুর? কী হতে চলেছে আগামী পর্বে?
প্রসঙ্গত, এসভিএফ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ধারাবাহিকের ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন অদিতি রায়। ধারাবাহিকে প্রথমবার জুটি হিসেবে দেখা যাচ্ছে শ্রীমা ভট্টাচার্য ও সৌরজিৎ বন্দ্যোপাধ্যায়কে।
