টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


'ধুরন্ধর'-এর ফ্লোরে বিপদ! 

 

'ধুরন্ধর' নিয়ে ফিরছেন রণবীর সিং। এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এর মাঝেই বিপদে শুটিং। জানা গেল, ভূস্বর্গের লেহ'তে শুটিং চলছিল। আচমকাই সেটের একশোজন কলাকুশলী অসুস্থ হয়ে পড়ায় শুটিং ফেলে তাঁদের নিয়ে হাসপাতালে ছুটতে হয়। বলিউড মাধ্যম সূত্রে খবর, আউটডোর শুটিংয়ে খাদ্যে বিষক্রিয়ার জেরেই ওই একশোজন অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার সন্ধেবেলার ঘটনা। কারও মাথাব্যথা, কেউ বমি করেই চলেছেন। আবার কারও পেট ব্যথা কিছুতেই কমতে চাইছে না। পরিস্থিতি বেগতিক দেখে সকলকে সজল নারবু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, গণহারে খাদ্যে বিষক্রিয়া ঘটেছে। কিছুদিন আগেই নেটনাগরিকদের রোষানলে পড়েছিল রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাকিস্তানের পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটিজেনরা। তাই এখন এই ঘটনার প্রভাবে উত্তাল নেটপাড়া। 


সরলেন হুমা কুরেশি 

শোনা গিয়েছিল, ‘খোসলা কা ঘোসলা’ ছবির সিক্যুয়েলে কাজ করছেন অভিনেত্রী। তবে এবার খবর, ছবিটি থেকে সরে দাঁড়ালেন হুমা। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল ‘খোসলা কা ঘোসলা’। এই ছবির হাত ধরেই পরিচালনায় আত্মপ্রকাশ করেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। যদিও সিক্যুয়েলে আর পরিচালক হিসেবে তিনি থাকছেন না। পরিবর্তে ২০২১ সালে সানিয়া মালহোত্রা অভিনীত ‘পাগলেইট’ খ্যাত পরিচালক উমেশ ভাট পরিচালনার দায়িত্ব সামলাবেন। সূত্রের তরফে নিশ্চিত করা হয়েছে, হুমার সঙ্গে এই ছবির বিষয়ে কথা বলা হয়েছিল। তবে তিনি কেন সরে দাঁড়ালেন, তা অবশ্য স্পষ্ট নয়। বর্তমানে নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রীর খোঁজ করছেন নির্মাতারা। সবকিছু ঠিক থাকলে শীঘ্রই শুরু হবে শুটিং।

 

আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনের বাইরে তোলা চাইছেন কাঞ্চনা মৈত্র, করছেন উত্তাল গালিগালাজও! এ কী অবস্থা অভিনেত্রীর? ভিডিও ভাইরাল 


আয়ুষ্মান-রশ্মিকার রোম্যান্স 


মুক্তি পেল 'থামা'র টিজার। টিজারের শুরুতেই রশ্মিকা মন্দানার ঠোঁটে ঠোঁট ডোবালেন আয়ুষ্মান খুরানা।‌ টিজারটি প্রকাশ্যে আসতেই উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। সোমবার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে চরিত্রদের প্রথম ঝলক সামনে আসতেই তুমুল উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। এই ছবি ঘিরে আগ্রহ যেন আরও বেড়ে গিয়েছে সিনেপ্রেমীদের। গল্পে আয়ুষ্মানের নাম 'অলোক'। আলো-আঁধারিতে নায়কের মুখে ছড়িয়ে রয়েছে অজানা রহস্য। অন্যদিকে, রশ্মিকার নাম 'তারকা'। লম্বা চুল আর তীক্ষ্ণ দৃষ্টিতে যেন প্রথম লুকেই ভয় ধরালেন নায়িকা‌। নওয়াজউদ্দিন সিদ্দিকীর চরিত্রের নাম হল 'যক্ষসান'। ভয়াবহ অবতারে দেখা মিলল অভিনেতার। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়ালকে দেখা যাবে 'রাম গোপাল বাজাজ'-এর চরিত্রে। গল্পে এই চরিত্রের আঁচ ঠিক পাওয়া না গেলেও, প্রথম লুকে পরেশ রাওয়ালের চোখমুখে ফুটে উঠেছে আতঙ্কের ছাপ।