সংবাদসংস্থা মুম্বই: অভিনয় থেকে রাজনীতির ময়দানে সফলতা পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর প্রেম জীবন থেকেছে বরাবরই চর্চায়। অভিনেত্রীর নানা বেফাঁস মন্তব্যও নেটিজেনদের বিনোদনের খোরাক। এবার তিনি শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। প্রেম দিবসেই নিজের ভালবাসাকে সামনে আনলেন কঙ্গনা।
জন্মস্থান হিমালয়ায় নিজের রেস্তোরাঁ শুরু করেছেন তিনি। সমাজমাধ্যমে হিমালয়ের বুকে বরফে মোড়া তাঁর ছোট্ট পাহাড়ি রেস্তরাঁর অন্দরসজ্জা দেখিয়ে কঙ্গনা রানাউত জানিয়েছেন, "আমার শৈশবের স্বপ্নপূরণ হল এবার।" রেস্তরাঁর নাম রেখেছেন 'দ্য মাউন্টেন স্টোরি'।
১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসেই রেস্তরাঁর দরজা জনসাধারণের জন্য খুলে দিলেন কঙ্গনা। দেশ-বিদেশের মানুষের কাছে হিমাচলী খাদ্যসংস্কৃতি তুলে ধরতেই কঙ্গনার এহেন উদ্যোগ। তাঁর ভাগ করে নেওয়া ভিডিওতে দেখা গেল, বরফের পাহাড়ে তাঁর সুসজ্জিত রেস্তরাঁ। এখানে পাওয়া যাবে মায়ের হাতের খাঁটি হিমাচলী রান্নার স্বাদ। 'দ্য মাউন্টেন স্টোরি'র অন্দরসজ্জাতেও হিমাচলের হস্তশিল্পের ছোঁয়া।
সমাজমাধ্যমেও রেস্তরাঁর বেশ কিছু ঝলক তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, "দ্য মাউন্টেন স্টোরি'র প্রথম রাত। স্বপ্ন সত্যি হল আজ। যাঁরা আমাকে সহযোগিতা করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ।' কঙ্গনার নতুন যাত্রায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
