সংবাদসংস্থা মুম্বই: ফের প্রতারণার অভিযোগ বলিউডে। কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি'সুজা এবং তাঁর স্ত্রী লিজেল ডি'সুজার বিরুদ্ধে মহারাষ্ট্রে ১১.৯৬ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল। এক নাচের দলের আনা অভিযোগের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, থানে জেলায় আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

 

 

 

এক নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷ এক আধিকারিক জানিয়েছেন, ১৬ অক্টোবর মীরা রোড থানায় রেমো, লিজেল এবং আরও পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪২০ এবং অন্যান্য প্রাসঙ্গিক বিধানের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

এফআইআরে বলা হয়েছে, ২০১৮ থেকে ২০২৪ সালের জুলাই মাসের মধ্যে অভিযোগকারী ও তাঁর দলের সঙ্গে প্রতারণা করা হয়েছে। অভিযোগকারী বলেন, দলটি একটি টেলিভিশন শোতে পারফর্ম করে এবং শো'টি জিতেছিল। কিন্তু অভিযুক্তরা ১১.৯৬ কোটি টাকার পুরস্কার মূল্য আত্মসাৎ করে নেয়। এই মামলায় অন্য অভিযুক্তরা হলেন ওমপ্রকাশ শঙ্কর চৌহান, রোহিত যাদব, ফ্রেম প্রোডাকশন কোম্পানি বিনোদ রাউত এবং রমেশ গুপ্তা।

 

 

 

রেমোকে চেনেন না এমন মানুষ খুব কমই আছেন। ২০০৯ সাল থেকে বহু ডান্স রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে বসেছেন তিনি। প্রসঙ্গত, অভিষেক বচ্চন ও ইনায়েত ভার্মা অভিনীত রেমোর ওটিটি ছবি বি হ্যাপির মুক্তির অপেক্ষায় রয়েছে। রেমো পরিচালিত এবং লিজেল প্রযোজিত এই ছবিতে একজন একা বাবা ও তার মেয়ের গল্প বলা হয়েছে। এতে আরও অভিনয় করেছেন নোরা ফাতেহি, নাসার, জনি লিভার ও হারলিন শেঠি।