আজকাল ওয়েবডেস্ক: ভাইজান যা করেন সেটাই খবর! বলি সুপারস্টার সলমন খান অতি সাধারণ কাজ করলেও সেটা শিরোনাম হয়ে যায়। কিন্তু এবার সলমন যা করলেন তা নিয়ে আক্ষরিক অর্থেই সরগরম বলিপাড়া। মুম্বাইতে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিলেন সলমন।
মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে তাঁর একটি ফ্ল্যাট সল্লু মিঞা বিক্রি করলেন ৫.৩৫ কোটি টাকায়। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর সরকারি ওয়েবসাইটে প্রাপ্ত সম্পত্তির নথি থেকে জানা গিয়েছে এই খবর। রিয়েল এস্টেট বা সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত প্ল্যাটফর্ম ‘স্কোয়্যার ইয়ার্ডস’ এই তথ্য পর্যালোচনা করে জানিয়েছে, সম্পত্তি হাতবদলের চুক্তিটি ২০২৫ সালের জুলাই মাসে সরকারি ভাবে নথিভুক্ত করা হয়েছে।
মুম্বইয়ের অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত বান্দ্রা। এই অঞ্চলের সঙ্গে সলমনের সম্পর্ক বহুদিনের। তিনি সপরিবারে বসবাস করেন সেখানেই। স্বাভাবিক ভাবেই বান্দ্রা অঞ্চলে একাধিক সম্পত্তিও রয়েছে অভিনেতার। সেই কারণেই এই ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন: ‘ধরবে নাকি?’ পুরুষাঙ্গ দেখিয়ে কুপ্রস্তাব দেন প্রযোজক! টাকার বিনিময়ে সঙ্গমও করেন কামসূত্রের নায়িকা?
আরও পড়ুন: ২৬৪৫ লিটার স্তন্য উৎপন্ন হয় বধূর শরীরে! 'রোজ রাতে ৩ ঘণ্টা..' বিপুল দুগ্ধ উৎপাদনের রহস্য ফাঁস করলেন নিজেই
জানা গিয়েছে, ফ্ল্যাটটি ‘শিব আস্থান হাইটস’ আবাসনে অবস্থিত। এর বিল্ট-আপ এলাকা ১২২.৪৫ বর্গমিটার (প্রায় ১,৩১৮ বর্গফুট)। চুক্তির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে। নথি অনুযায়ী, এই লেনদেনের জন্য ৩২.০১ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ মেটাতে হয়েছে। সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছে ফ্ল্যাটটি। তবে একটি ফ্ল্যাট বিক্রি করলেও মুম্বইতেই থাকছেন সলমন। আন্ডারওয়ার্ল্ড-এর হুমকির পরেও চিন্তার লেশমাত্র নেই ভাইজানের চেহারায়।
প্রসঙ্গত, ‘সিকান্দর’-এর পর এবার ভারত-চীন যুদ্ধের বীরত্বগাথা নিয়ে পর্দায় ফিরছেন সলমন খান। ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে তাঁকে দেখা যাবে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায়। এই ছবির নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিং। পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধনাট্যে চিত্রাঙ্গদা সিং-কে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সলমন খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এ ছবির টিজার পোস্টার, যেখানে রক্তমাখা মুখে সলমন খান-কে দেখা গিয়েছে এক সেনা অফিসারের বেশে। ছবির মোশন পোস্টারে সলমন খানকে দেখা যাচ্ছে গালে রক্তের দাগ, ঠোঁট চেপে ধরা কঠিন সংযমে আর চোখে অগ্নিগর্ভ দেশপ্রেম। কোনও বন্দুক নয়, গুলি নয়, এই ছবি তুলে ধরবে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে একটিও গুলি না ছুঁড়েই শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। এই যুদ্ধ হয়েছিল ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায়, শ্বাসরুদ্ধকর ঠান্ডায়, অথচ প্রত্যয় ছিল অটুট। সেই ইতিহাসকে এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সলমন।
গত ছবি ‘সিকান্দর’ বক্স অফিসে সাফল্য না পেলেও, গলওয়ান নিয়ে ভাইজানের এই যুদ্ধনাট্য নিয়েই এখন আশাবাদী বলিউড। ছবি মুক্তির আগেই চর্চায় উঠে এল সলমনের ফিট ও লিন চেহারার নয়া অবতার। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন “লক্ষ্য সঠিক রেখে পরিশ্রম করে যাও ...” সেই পোস্টের নিচেই বহু ভক্ত বলেছিলেন, কিছু ‘বড় কিছু’ আসতে চলেছে।
