নিজস্ব সংবাদদাতা: পাটু, এক ছোট্ট ছেলে, বাংলার এক প্রত্যন্ত গ্রামে ঠাকুমার সঙ্গে থাকে। মা নেই, বাবা বহু আগেই ছেড়ে চলে গিয়েছে শহরে। মন মানে না, বারবার খোঁজে বাবাকে। আর ঠিক সেই চাওয়ার টানেই এক গরমের ছুটিতে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সে—একদম শহরের উদ্দেশ্যে। কিন্তু অচেনা এই শহরে কে আছে তার? কেউ না! তবে হঠাৎই দেখা হয় বামার সঙ্গে, যে হয়ে ওঠে ওর পথের সাথী।

 


ছবির পরিচালক প্রতীক সরকার। ছবির কেন্দ্রে রয়েছেন অভিনেতা তৃষানজিৎ চৌধুরী (পাটুর চরিত্রে)।

 

 

বামার ভূমিকায় বনি সেনগুপ্ত। সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। চিত্রনাট্য লিখছেন ঋষি ঘটক ও শিঞ্জন বসু। মহাদিগন্ত কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন ময়ূখ দাস। শুটিং হবে কলকাতা ও তার আশেপাশে। শ্যুটিংয়ের দায়িত্বে রয়েছেন স্বপন শীল। ছবির নায়িকার নাম এখনও প্রকাশ করেননি পরিচালক, শুধু জানিয়েছেন, থাকবেন একজন পরিচিত মুখ।

 

অভিনেতা বনি সেনগুপ্ত বলেন, “এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনো বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রাণ। পুরোপুরি মাটির গল্প বলবে এই ছবি। পাটুর সাথে বামার আত্মার সম্পর্ক দেখা যাবে এই ছবিতে৷ দুজন অসমবয়সী বন্ধুর জার্নি এই ছবি। আশা করছি দর্শকের ভাল লাগবে।”