নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের মন আগেই জয় করেছেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তবে ইতিবাচক চরিত্রেও দেখা গিয়েছে তাঁকে। এই মুহূর্তে তাঁকে দর্শক দেখছেন জি বাংলার ধারাবাহিক 'ফুলকি'তে। এবার তাঁকে আরও এক নেতিবাচক চরিত্রে দেখা যেতে চলেছে। সান বাংলার পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রূপমতী'। সেখানেই রাক্ষসী রানি জটিলার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে।
সান বাংলার পর্দায় এর আগেও দর্শক বহু রূপকথার গল্প দেখেছেন। আর তা বরাবরই দর্শকের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গল্পের হাত ধরে দর্শকও পাড়ি দিয়েছেন সেই রূপকথার রাজ্যে। এবার দর্শক দেখবেন রাজকন্যা রূপমতীর গল্প। কেন্দ্রীয় চরিত্রের নামানুসারে ধারাবাহিকের নাম 'রূপমতী'। 'রূপমতী'র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জয়িতা সান্যালকে। এর আগে দর্শক তাঁকে পার্শ্বচরিত্রে দেখে থাকলেও, এই প্রথমবার নায়িকা হিসেবে পেতে চলেছেন। এই খবর আজকাল ডট ইন আগেই জানিয়েছিল। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল নায়কের চরিত্রে কে থাকবেন।
টলিপাড়ার সূত্রের খবর, রাজকুমার 'দেবদত্ত'র চরিত্রে এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে অভিনেতা অয়ন ঘোষকে। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন জি বাংলার ধারাবাহিক 'ডায়মন্ডদিদি জিন্দাবাদ'-এ। নায়কের চরিত্রে দর্শকের মন কেড়েছিলেন অয়ন। এবার নতুন মেগায় রাজপুত্রের চরিত্রে কেমন হবে তাঁর যাত্রা? সেটাই এখন দেখার।
গল্প অনুযায়ী, রূপনগরে রাজত্বের ওপর পড়তে চলেছে রাক্ষসদের কালো ছায়া। রাজ্যাভিষেকের দিন ভাগ্য নেয় নতুন মোড়। রাজকন্যা রূপমতী,জন্ম যার রাজকন্যা হিসেবে, সে নির্বাসিত হয় তপবনে। নিজেকে গড়ে তোলে এক যোদ্ধা হিসেবে। এরপর হঠাৎ সে মুখোমুখি হয় রাক্ষস রানি জটিলার।
রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি, বিশ্বাসঘাতকতা আর রাক্ষসী জটিলার প্রতিহিংসা সবই আজ রূপমতীর সামনে। এই লড়াই শুধু সিংহাসনের নয়,ন্যায় ও সত্যের লড়াই। এই লড়াইতে রূপমতী পাশে পায় রাজকুমার দেবদত্ত আর পরী রাজ্যের ছোট্ট বন্ধু তরতরিকে। এই গল্প শুধু রূপকথার নয়, এক রাজকন্যার জীবনযুদ্ধ, প্রেম আর আত্মজয়ের উপাখ্যান।
আগামীতে আয়েন্দ্রীর আসছে আরও নতুন কাজ। সেই আভাস সমাজমাধ্যমে কয়েকদিন আগে দিয়ে দিয়েছিলেন আয়েন্দ্রী। সমাজমাধ্যমে একটি পোস্ট করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে ডাবিং রুমে রয়েছেন অভিনেত্রী। কীসের ডাবিং করছেন তিনি? তবে কি ছোটপর্দা পেরিয়ে এবার বড়পর্দায় পা রাখলেন আয়েন্দ্রী?
টলিপাড়ার অন্দরের খবর এমনটাই। টলিউডের বড়পর্দায় অভিষেক হতে চলেছে তাঁর। লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। বছরখানেক ধরে ফেডারেশন সংক্রান্ত নানা জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার। সেসব এখন অতীত। নিটোল ত্রিকোণ প্রেমের ছবি তৈরিতে হাত দিয়েছেন ‘কিশমিশ’ ছবিখ্যাত এই পরিচালক। ছবির নাম ‘মন মানে না’। ছবিতে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে ঋত্বিক ভৌমিক, সৌম্য মুখোপাধ্যায় এবং হিয়া চট্টোপাধ্যায়-কে। এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে আয়েন্দ্রীকে।
ঋত্বিকের প্রাক্তন প্রেমিকার চরিত্রে এবার নজর কাড়তে চলেছেন তিনি। কীভাবে তাঁদের প্রেম হয়, তারপর কীভাবে হয় বিচ্ছেদ? সবটাই দেখা যাবে গল্পে। এমনকী তাঁদের সম্পর্কের জটিলতা নিয়ে তৈরি হবে মজার মোড়। দর্শকের কাছে বিনোদনের রসদ হয়ে উঠবে ছবির এই অংশ, জানা যাচ্ছে এমনটাই।
