নতুন ধারাবাহিকের সঙ্গে আসছে নতুন চ্যানেলও। তা তো এতদিনে দর্শক জানতেই পেরেছেন। ঠিক ধরেছেন, আসছে জি বাংলা সিনেমার নতুন রূপ, 'জি বাংলা সোনার'। এই চ্যানেলে থাকবে নিত্য নতুন ধারাবাহিক থেকে শুরু করে ভিন্ন স্বাদের রিয়্যালিটি শো। এমনকী এই চ্যানেল কিন্তু হতে চলেছে একেবারে অন্য মাত্রার বিনোদনের আসর।
জি বাংলা সোনার-এ আসতে চলেছে বেশকিছু নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই আজকাল ডট-ইন সেই খবর প্রকাশ্যে এনেছিল। এবার তার নয়া সংযোজন আরও একটি নতুন মেগা। মেগার নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে গল্পটি হতে চলেছে রূপকথাকে কেন্দ্র করে। বাংলা সিনেমার ইতিহাসে কালজয়ী ছবি 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুকরণে তৈরি হতে চলেছে এই ধারাবাহিক। প্রযোজনায় সুরিন্দর ফিল্মস।
আরও পড়ুন: অতীত ভুলে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সুবান রায়? নিজের মুখে কী জানালেন অভিনেতা?
এই ধারাবাহিকের হাত ধরে পর্দায় ফিরছেন দুই চেনা মুখ। মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী ইন্দ্রাণী পাল ও অভিনেতা সিদ্ধার্থ সেনকে। এই ধারাবাহিকের মাধ্যমেই প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন তাঁরা। ইন্দ্রাণীকে দর্শক শেষ দেখেছেন 'নবাব নন্দিনী' ধারাবাহিকে। অন্যদিকে, সান বাংলার 'দেবী বরণ' ধারাবাহিকে সিদ্ধার্থকে নায়কের চরিত্রে দেখেছেন তাঁর অনুরাগীরা।
দুই ধারাবাহিক শেষ হতেই তাঁদের দু'জনের ফেরার অপেক্ষায় ছিলেন দর্শক। বিশেষ করে ইন্দ্রাণীকে নতুন ধারাবাহিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নায়িকার অনুরাগীরা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন মেগা নিয়ে ফিরছেন দুই তারকা। এই গল্প হতে চলেছে অতিপ্রাকৃত নির্ভর। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়ে গিয়েছে। টলিপাড়ার কানাঘুষো, টেকনিশিয়ান স্টুডিওতে নাকি শুটিং চলবে নতুন এই মেগার।
সূত্রের খবর, জি বাংলা সোনার-এ আসন্ন সবকটি ধারাবাহিকই হতে চলেছে কোনও না কোনও হিট সিনেমাকে কেন্দ্র করে। ঠিক যেমন এই চ্যানেলে আসছে আরও একটি নতুন ধারাবাহিক। নাম, 'শ্রীমান ভগবান দাস'। এই ধারাবাহিকের গল্প জনপ্রিয় হিন্দি ছবি 'ও মাই গড'-কে নির্ভর করে এগোবে। ইতিমধ্যেই সামনে এসেছে এর প্রথম প্রোমো। মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে বিশ্বনাথ বসু, ইন্দ্রাশিস রায় ও মিমি দত্তকে।
খুব তাড়াতাড়ি নতুন চ্যানেলে আসবে নতুন ধারাবাহিক। সেই সঙ্গে ফিরবেন চেনা মুখ। সব মিলিয়ে দর্শকের উত্তেজনা তুঙ্গে। বরাবরই যদিও কাল্পনিক প্লটের উপর তৈরি ধারাবাহিকের গল্পকে দর্শক দারুণ ভালবাসা দিয়েছেন। তাই 'বেদের মেয়ে জ্যোৎস্না'র অনুকরণে তৈরি আসন্ন মেগাও যে দর্শকের মনে জায়গা পাবে তা অনুমান করাই যায়।

অন্যদিকে, জি বাংলায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক। অর্গানিক স্টুডিওর প্রযোজনায় এই মেগায় দেখা যাবে দুই নতুন জুটিকে। সোমরাজ মাইতি ও নন্দিনী দত্ত এবং মৈনাক ঢোল ও সাইনা চট্টোপাধ্যায়কে দেখা যেতে চলেছে এই ধারাবাহিকের মুখ্য দুই জুটি হিসেবে। এই গল্পে ফুটে উঠবে এক ত্রিকোণ প্রেমকাহিনিও। ইতিমধ্যেই বোলপুরে হয়েছে এই ধারাবাহিকের প্রোমো শুটিং। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে নতুন এই মেগা।
টিআরপির লড়াই এখন শেষ কথা। এমনকী ধারাবাহিকের মেয়াদ পর্যন্ত ঠিক হয় এর মাধ্যমেই। তাই পুরনো মেগাকে টপকে আসন্ন মেগা কতটা নিজের জায়গা পাকা করতে পারে এখন সেটাই দেখার।
