দর্শকের মনোরঞ্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা টেলিভিশন। একের পর ধারাবাহিকের নিত্য নতুন গল্প থেকে চোখ ফেরাতে পারেন না দর্শক মহল। তাই নতুন গল্প দেখার ইচ্ছাও প্রবল সিরিয়াল প্রেমীদের মধ্যে। দর্শকের চাহিদার কথা মাথায় রেখেই আসছে একের পর এক ধারাবাহিক। বাংলা টকিজের প্রযোজনায় আসছে আরও এক নতুন মেগা।
এই ধারাবাহিকের হাত ধরে খল নায়ক হতে চলেছেন নায়ক! অর্থাৎ জনপ্রিয় ধারাবাহিক 'গীতা এলএলবি'তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল গঙ্গোপাধ্যায়। ওই মেগায় তাঁর চরিত্রের নাম ছিল 'সাত্বিক'। অনেকদিন ধরেই গল্পে দেখা যাচ্ছে না তাঁকে। এবার জানা গেল, নতুন চরিত্রে ফিরছেন অভিনেতা। আর পার্শ্ব চরিত্রে নয়, এবার নায়ক হয়ে পর্দায় ফিরছেন রাহুল।
আরও পড়ুন: নম্বর বেড়ে এগিয়ে এল 'অনুরাগের ছোঁয়া'! প্রথম স্থানে কি টিকে থাকতে পারল 'পরশুরাম'?
টলিপাড়ার অন্দরের খবর, বাংলা টকিজের প্রযোজনায় নতুন ধারাবাহিকের নায়কের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। আর প্রস্তাবে নাকি রাজিও হয়েছেন অভিনেতা। কিন্তু রাহুলের নায়িকা কে হবেন? এই নিয়ে কয়েকদিন ধরেই টেলিপাড়ায় জল্পনা চলছিল। এবার এল খবর। সূত্রের খবর, এই ধারাবাহিকে রাহুলের নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী সুদীপ্তা রায়কে।
সুদীপ্তাকে দর্শক শেষ দেখেছিলেন কালার্স বাংলার ধারাবাহিক 'ফেরারি মন' ধারাবাহিকে। যদিও মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় জগতে পথ চলা শুরু হয় তাঁর। এর আগে যদিও নাচের মঞ্চে পরিচিতি পেয়েছিলেন সুদীপ্তা। তাঁর প্রথম ধারাবাহিক জি বাংলার 'চোখের বালি'। এই মেগায় 'আশালতা'র চরিত্রে দর্শক দেখেছিলেন সুদীপ্তাকে। কিছুদিন ধরেই টলিপাড়ায় তাঁর ফেরার খবর ছিল। এবার তা পাকা হল।
কিছুদিন আগে আজকাল ডট ইন সুদীপ্তার কাছে প্রশ্ন রেখেছিল কবে আবার ছোটপর্দায় ফিরবেন তিনি? এই প্রসঙ্গে সুদীপ্তা বলেছিলেন, "আগের ধারাবাহিক শেষ হতে কিছুদিনের বিরতি নিয়েছিলাম। এর মাঝে বেশ কিছু মেগায় অভিনয়ের প্রস্তাব এসেছিল ঠিকই। তবে, যেকোনও কারণেই হোক, তা আর করা হয়নি। এবার কথাবার্তা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করি কিছুদিনের মধ্যেই আবারও পর্দায় ফিরব।"

সূত্রের খবর, পারিবারিক গল্প ফুটে উঠবে এই ধারাবাহিকে। রাহুল-সুদীপ্তা ছাড়াও এই মেগায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সুমন বন্দ্যোপাধ্যায় ও আয়ুষ দাস। ইতিমধ্যেই হয়ে গিয়েছে তারকাদের লুক সেট। আর কিছুদিনের মধ্যেই হবে প্রোমো শুটিংও। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের মাঝামাঝি সময়ে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

অন্যদিকে, সান বাংলার পর্দায় দেখা সম্প্রতি গিয়েছে শোলাঙ্কি রায় ও তিতিক্ষা দাসকে। একসঙ্গে দুই অভিনেত্রী ফিরেছেন ছোটপর্দায়।
সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'তে অতিথি হিসেবে আসছেন দু'জন। 'ভিডিও বৌমা'তে দেখা যেতে চলেছে এক বিশেষ পর্ব। যে পর্বে ইলিশ উৎসবে মাতবে গল্পের চরিত্ররা। গল্পের নায়ক-নায়িকা আকাশ-মাটির আয়োজনে ইলিশ উৎসবে সামিল হবেন শোলাঙ্কি ও তিতিক্ষা। কিন্তু এই আনন্দ-আয়োজনের মাঝেও বিপদের আঁচ। আকাশের সৎ মা রিমঝিম লাহিড়ী, বিশাখার সঙ্গে হাত মেলায়। তারা ষড়যন্ত্র করে আকাশকে মেরে ফেলতে চায়। প্ল্যান অনুযায়ী, আকাশকে অজ্ঞান করে কফিনের ভিতরে ঢুকিয়ে রাখে তারা। এদিকে, মাটি আকাশকে হন্যে হয়ে খুঁজে বেড়ায়। শোলাঙ্কি ও তিতিক্ষার সাহায্যে কি আকাশকে বিপদের হাত থেকে উদ্ধার করতে পারবে মাটি?
