নিজস্ব সংবাদদাতা: বাবার স্বপ্ন সত্যি করতে অভিনয় জগতে পা রেখেছেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় 'রূপা'র চরিত্রে দেখা গিয়েছিল সাইনাকে। প্রথমবার ক্যামেরার সামনে এলেও তাঁর সাবলীল অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকের।
তাই 'অনুরাগের ছোঁয়া' থেকে সাইনার ট্র্যাক বন্ধ হতেই মন খারাপ হয়েছিল দর্শকের। সাইনার ফেরার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে এবার হয়তো আসছে সুখবর। ফের নতুন ধারাবাহিকে তার ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। সূত্রের খবর, নতুন দুটি ধারাবাহিকের প্রস্তাব গিয়েছে সাইনার কাছে।
জি বাংলায় আসছে অর্গানিক প্রোডাকশন হাউজের নতুন মেগা, যেখানে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে রত্নপ্রিয়া দাসকে। এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রের প্রস্তাব গিয়েছে সাইনার কাছে। অন্যদিকে, স্টার জলসার আসন্ন একটি মেগার প্রস্তাবও এসেছে তার কাছে। কিন্তু এখনও পর্যন্ত কোন মেগায় অভিনয় করবে সাইনা তা চূড়ান্ত হয়নি। জানা যাচ্ছে, ভাল চরিত্রের জন্য অপেক্ষা করছে সে। তাই সময় নিচ্ছে আগামী প্রকল্প বেছে নেওয়ার জন্য। তবে খুব তাড়াতাড়িই আবারও ছোটপর্দায় ফিরছেন সাইনা, খবর এমনটাই।
