স্টার জলসায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। বাংলা টকিজের প্রযোজনায় এই ধারাবাহিকটি শুরুতেই দর্শকের মন জয় করেছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজনন্দিনী পাল। ছবি, সিরিজে পরিচিত মুখ হলেও এই ধারাবাহিকের হাত ধরেই প্রথমবার টেলিভিশনের পর্দায় অভিষেক হল রাজনন্দিনীর।
রাণী ভবানীর স্বামী রাজা রামকান্তর চরিত্রে অভিনয় করছেন সায়ন বসু। এই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে ইতিহাস। টিআরপি-র লড়াই মুখের কথা নয়। খেলা ঘুরতে সময় লাগে মাত্র এক সপ্তাহ। পুরনো সমস্ত মেগাকে ছাপিয়ে গেল স্টার জলসার 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'! খুব বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। তবুও আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনি যে বরাবরই দর্শকের মন জয় করে তা আরও একবার প্রমাণ করল এই মেগা। চলতি সপ্তাহে এক নম্বরে নিজের জায়গা দখল করল 'ভবানী'। পেল ৭.১ নম্বর।
এবার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ক চক্রবর্তীকে। সায়ক তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শক মহলে পরিচিতি গড়ে তুললেও সমাজমাধ্যমেও দারুণ জনপ্রিয়। দৈনন্দিন জীবনের নানা টুকরো মুহূর্তদের সমাজমাধ্যমে তুলে ধরেন অভিনেতা। আর সেই কারণেই দর্শকের পছন্দের তালিকায় পাকাপাকিভাবে জায়গা করেছেন তিনি।

'রাণী ভবানী'তে কোন চরিত্রে দর্শক দেখবেন তাঁকে? জানা যাচ্ছে 'রাজা রাজবল্লভ'-এর চরিত্রে অভিনয় করছেন সায়ক। ঐতিহাসিকদের মধ্যে রাজবল্লভকে নিয়ে নানা চর্চা চলে। ধূসর চরিত্রের এই রাজা ভবানীর সাম্রাজ্যে ঠিক কোন ভূমিকা পালন করেছিলেন, সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলবেন সায়ক। ইতিমধ্যেই এই ধারাবাহিকের শুটিং শুরু করেছেন তিনি।
আরও একবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় প্রসঙ্গে আজকাল ডট ইন-কে সায়ক চক্রবর্তী বলেন, "এই ধারাবাহিকটি শুরুর আগে প্রচারের দায়িত্বে আমি ছিলাম। সেই ধারাবাহিকেই যে অভিনয় করব, এটা তখনও জানতাম না। আমার কাছে এটা তাই খুব ভাললাগার জায়গা।"
সায়কের কথায়, "এর আগেও বহুবার ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছি। রাসমণি থেকে শুরু করে রামপ্রসাদ এখন ভবানী, ব্যক্তিগতভাবে এই ধরনের চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। বরাবরই পছন্দের তালিকায় এক নম্বরে থাকে এই ধরনের চরিত্ররা। তাই এবারও চেষ্টায় আছি, দর্শকের মনে এই চরিত্রের মাধ্যমে জায়গা করে দেওয়ার।"

গল্পে রাণী ভবাণীর জন্ম থেকে বড় হয়ে ওঠা, বিয়ে, তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ আর শেষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনির কোলাজ তুলে ধরা হবে। রাণী ভবানীর নানা বয়সের লুকে দেখা যেতে চলেছে রাজনন্দিনীকে। কখনও লাল ফিতে দিয়ে কলা বিনুনি বাঁধা গ্রামের সাদামাটা মেয়ে কিন্তু তার হাতে লাঠি, সকলের সঙ্গে পাল্লা দিয়ে লাঠি খেলছে। আবার কখনও একেবারে নতুন কনের বেশে ভারী গয়না আর লাল টুকটুকে বেনারসী পরে পালকি করে শ্বশুর বাড়ি যাচ্ছে আবার কখনও রাজবাড়ির বউরাণী হয়ে ক্ষুধার্তদের মুখে তুলে দিচ্ছে খাবার। এমনকী তাঁকে রণরঙ্গিনীর সাজে তরোয়াল হাতে যুদ্ধযাত্রা করতে দেখা গিয়েছে।
এখন ধারাবাহিকের গল্প এগোচ্ছে ভবাণী ও রামকান্তর বিয়েকে কেন্দ্র করে। তাদের জুটির রাজ বিবাহ পর্ব দেখে দারুণ উত্তেজিত দর্শক মহল। কিন্তু গল্পের মোড়ে নতুন শ্বশুরবাড়িতে এসেই নাকি বিপাকে পড়বে ভবানী। তার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য তৈরি রাজ পরিবারের কিছু সদস্য। নাটোরের রাজাকে বিয়ে করে কি রাজরানীর সম্মান পাবে সে? পরিবারের সবার মন জয় করতে পারবে ভবানী? এই প্রশ্ন এখন সিরিয়ালপ্রেমীদের মনে।
এই ধারাবাহিক শুরুর আগে নানা চর্চা ছিল নেটিজেনদের মধ্যে। আধ্যাত্মিক গল্পের উপর তৈরি ধারাবাহিক নিয়ে বরাবরই আবেগ কাজ করে দর্শকের। তাই এই গল্পটি ঠিক কেমনভাবে ফুটে উঠবে তা নিয়ে ছিল জোর চর্চা। যদিও 'রাণী ভবানী' শুরু হতেই সেই সব চর্চা বেমালুম মুছে গিয়েছে। কারণ, শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি।
