নিজস্ব সংবাদদাতা: প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল করতে না পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে 'মিঠিঝোরা'। জি বাংলার এই ধারাবাহিক জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ। গল্পের মোড়ে নিত্যনতুন চমক দারুণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা।
রাই-অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালবাসা। দু'জনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, দিনশেষে একে অপরের মধ্যেই সুখ খুঁজে নেয় তারা। এবার তাদের জীবনে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। বহু অপেক্ষার পর মা হতে চলেছে রাই।
এদিকে, নীলু আর স্রোতের জীবন বইছে অন্য খাতে। এর মধ্যেই মা হয় রাই। জটিলতা পেরিয়ে কন্যা সন্তানের জন্ম দেয় সে। পরিবারের খুশির মুহূর্ত আসলেও ফের বিপদের ছায়া নামে রাই-অনির্বাণের সংসারে। গল্পের নতুন মোড়ে আসছে নতুন নায়িকা! অনির্বাণের বান্ধবীর চরিত্রে ধারাবাহিকে এন্ট্রি হচ্ছে অভিনেত্রী দেবপর্ণা চক্রবর্তীর।
অনির্বাণের মায়ের সঙ্গে বেশ ভাল সম্পর্ক দেবপর্ণার চরিত্রটির। কারণ, রাইয়ের শাশুড়ির সঙ্গে যোগাযোগ করেই অনির্বাণের বাড়িতে এসে হাজির হয় সে। এসেই রাইয়ের মেয়েকে একপ্রকার জোর করেই কোলে নেয় সে। ছোট্ট মেয়েটির উপর আধিপত্য দেখাতে শুরু করে সে। তার জন্যই কি আবারও ভাঙন ধরবে রাই-অনির্বাণের সংসারে?
প্রসঙ্গত, দেবপর্ণাকে দর্শক শেষ দেখেছেন স্টার জলসা ধারাবাহিক 'উড়ান'-এ। এবার জি বাংলায় নতুন রূপে ফিরছেন তিনি। যদিও তাঁর চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেই নিয়ে দ্বন্দ্ব থেকেই যায়।
