শুক্রবার রাতে আচমকাই বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ে। প্রাথমিকভাবে জানা যায়, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্য ভর্তি হয়েছেন বলিউডের 'হি-ম্যান'। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে আসল কারণ। 

বিটাউন সূত্রের খবর, শুক্রবার আচমকা হালকা শ্বাসকষ্টে ভুগছিলেন ধর্মেন্দ্র। দেরি না করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। হাসপাতালের কর্মীরা জানিয়েছেন, ৮৯ বছর বয়সি ধর্মেন্দ্র ভর্তি রয়েছেন আইসিইউ বিভাগে। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ রেখেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় তাঁর হার্টরেট, রক্তচাপ ও প্রস্রাব নির্গমন- সবই স্বাভাবিক ছিল। তবুও বয়সজনিত কারণে তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ধর্মেন্দ্রজির শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছিল। এখন তিনি স্থিতিশীল আছেন, তবে আমরা সতর্কভাবে নজর রাখছি।”

ধর্মেন্দ্রর পরিবারের ঘনিষ্ঠ সূত্র, অভিনেতা বর্তমানে অনেকটাই ভাল আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। 'শোলে' ছবি খ্যাত এই দর্শকপ্রিয় অভিনেতার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল নিয়মিত বাবার খবর রাখছেন। হাসপাতাল কর্তৃপক্ষও তাঁদের জানিয়েছে, আতঙ্কের কিছু নেই, চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই শারীরিক অবস্থা আরও উন্নত হলে ধর্মেন্দ্রকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হবে। আপাতত চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম ও পর্যাপ্ত তরল গ্রহণের পরামর্শ দিয়েছেন।

ধর্মেন্দ্রর বয়স এখন ৯০-এর কাছাকাছি। এমন বয়সে শরীরের ছোটখাটো অসুবিধাও কখনও কখনও বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে। কয়েক বছর আগেও তাঁকে একবার ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবুও বয়সকে হার মানিয়ে ধর্মেন্দ্র আজও বলিউডের সক্রিয় মুখ। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছিল।

বলিউডের ‘চিরসবুজ নায়ক’ ধর্মেন্দ্র। বর্ষীয়ান এই অভিনেতা আজও দারুণ জনপ্রিয় দর্শকমহলে। চলচ্চিত্র জগতের সহকর্মী ও ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। ধর্মেন্দ্রর প্রাণশক্তি ও ইতিবাচকতা এখনও অনেক তরুণ অভিনেতার অনুপ্রেরণা। ভক্তদের আশা, তাঁদের প্রিয় অভিনেতা আবারও হাসিমুখে পর্দায় ফিরবেন, আগের মতোই সুস্থ ও প্রাণবন্ত হয়ে উঠবেন।