নিজস্ব সংবাদদাতা: নিত্য নতুন চমকে রোজ দর্শকের মন জয় করছে স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। যদিও এখন নতুন গল্পের জেরে টিআরপি-তে তেমনভাবে জায়গা পায়না এই মেগা। তবে সূর্য-দীপা ও তাদের দুই মেয়ে সোনা-রূপার গল্প দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।
গল্পের নতুন মোড়ে আবারও স্মৃতি হারিয়েছে সূর্য। কিন্তু দীপার প্রতি একটু একটু করে দূর্বল হয়ে পড়ছে সে। এদিকে সেনগুপ্ত বাড়ির উপর থেকে বিপদের ছায়া যেন সরছে না। একদিকে কুন্তলা অন্যদিকে ঊর্মি, যেন উঠেপড়ে লেগেছে পরিবারের ক্ষতি করার জন্য। এদিকে রুডিও মারা যায়নি। সে আবারও শুরু করেছে ষড়যন্ত্র।
এবার তার ষড়যন্ত্রের শিকার সূর্য আর ছোট্ট লাবণ্য। তাদের অপহরণ করে আটকে রাখে রুডি। এদিকে, দীপা তাদের উদ্ধার করতে এলে ছদ্মবেশে তাকে আঘাত করে সে। এমন এক ইঞ্জেকশন দীপাকে দেয় সে, যার ফলে দীপার দেহ অসাড় হয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দীপাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু শরীর অসাড় হলেও প্রাণ আছে দীপার। সে চিৎকার করে বলতে চায় যে সে বেঁচে আছে, তাকে যেন জ্যান্ত পুড়িয়ে দেওয়া না হয়। সূর্যকে বাঁচাতে বলে, কিন্তু কেউ শুনতে পায় না তার কথা। কী হবে এবার? সত্যিই কি দীপার করুন পরিণতি হতে চলেছে?
