বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন (২ নভেম্বর) উপলক্ষে তাঁর মুম্বইয়ের বাসভবন 'মন্নত'-এর বাইরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রতিবারের মতো এবারও মাঝরাতে প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার অনুরাগী ভিড় জমিয়েছিলেন 'মন্নত'-এর সামনে, যা মুম্বইয়ের বান্দ্রার ওই এলাকাকে একটি উৎসবের মেজাজ এনে দিয়েছিল। 'কিং খান'কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভক্তদের বাঁধভাঙা ভিড় প্রতি বছরই এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
মধ্যরাতে যখন শাহরুখ খান তাঁর বাড়ির ছাদে আসেন, তখন আনন্দে ফেটে পড়ে ভক্তকূল। প্রতি বছর তিনি তাঁর লক্ষ লক্ষ অনুরাগীকে হতাশ করেননি। তিনি হাত নেড়ে, তার ট্রেডমার্ক 'আইকনিক' পোজ (দুই হাত দু'পাশে মেলে ধরে) দিয়ে ভক্তদের ভালবাসার প্রতিদান দেন। এই দৃশ্যটি প্রতি বছরই অনুরাগীদের জন্য এক বিশেষ ট্রিট। ভক্তরা প্ল্যাকার্ড, ব্যানার, টি-শার্ট এবং হাতে লেখা শুভেচ্ছা বার্তা নিয়ে সারারাত ধরে সেখানে অপেক্ষা করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ভক্তদের অক্লান্ত ভালবাসা এবং শ্রদ্ধা প্রমাণ করে কেন তিনি শুধু একজন অভিনেতা নন, বরং ভারতের একজন 'সুপারস্টার' এবং 'বাদশা'। তাঁদের বিশ্বাস, একবার 'কিং খান'কে দেখতে পেলেই সেদিনটা যেন সার্থক।
scenes from mannat right now!!🥺🤍
— 𓄂 | ∞ (@mohankimorpankh)
Shah, you're truly the last of the stars!✨
KING CARNAGE ON SRKDAY#SRKDAY #ShahRukhKhan𓀠 pic.twitter.com/RKUi2D7sdKTweet by @mohankimorpankh
তবে, সূত্রের খবর অনুযায়ী, এই বছর শাহরুখ তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন উদযাপনের মূল অনুষ্ঠানটি করছেন মুম্বইয়ের আলিবাগের বিলাসবহুল বাসভবনে। 'মন্নত'-এর সংস্কার কাজ চলায় এবং পরিবার অন্যত্র স্থানান্তরিত হওয়ায় পার্টির স্থান পরিবর্তন করা হয়।
তাঁর জন্মদিনের ঠিক আগেই, বলিউডের একাধিক তারকা শাহরুখের আলিবাগের বাসভবনে রওনা দেন।
তাঁদের মধ্যে অন্যতম ছিলেন পরিচালক করণ জোহর এবং অভিনেত্রী-পরিচালক ফারাহ খান, যারা শাহরুখের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এছাড়াও অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফের মতো আরও অনেক প্রথম সারির তারকাদের আলিবাগের উদ্দেশ্যে যেতে দেখা যায়, যা প্রমাণ করে সেখানে একটি জমজমাট পার্টির আয়োজন করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে আন্তর্জাতিক পপ তারকা এনরিক ইগলেসিয়াসেরও উপস্থিত থাকার জল্পনা রয়েছে, যা পার্টিকে এক অন্য মাত্রা দিতে পারে।
এই বছর 'কিং খান'-এর ৬০-এ পা দেওয়া উপলক্ষে একটি বিশেষ চমক আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, আলিবাগের এই জন্মদিন পার্টিতে তাঁর আগামী প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ছবি 'কিং'-এর সঙ্গে সম্পর্কিত একটি বড় ঘোষণা বা টিজার মুক্তি পেতে পারে। এই ছবিটি শাহরুখের মেয়ে সুহানা খানের সঙ্গে তার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র হতে চলেছে।
পাশাপাশি, তাঁর ৬০তম জন্মদিন উপলক্ষে ভারতের ৩০টিরও বেশি শহরের ৭৫টিরও বেশি সিনেমা হলে একটি বিশেষ শাহরুখ খান চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই দুই সপ্তাহব্যাপী উৎসবে তার সাতটি জনপ্রিয় চলচ্চিত্র পুণরায় প্রদর্শিত হচ্ছে।
৬০ বছর বয়সে পা রাখলেও শাহরুখ খানের তারুণ্য এবং কর্মোদ্দীপনা এখনও একইরকম। তাঁর জন্মদিন ঘিরে অনুরাগীদের মধ্যে যে আবেগ দেখা যায়, তা সত্যিই বিরল। এই ভালবাসাই তাঁর 'কিং খান' তকমাকে মর্যাদা দেয়।
