বিরাট ক্ষতির মুখে টলিউড! ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের ম্যাকনেল স্টুডিওতে। সন্ধের পর হঠাৎই আগুন লাগে স্টুডিওতে। দাউদাউ করে জ্বলছে ফ্লোর। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে।
বর্তমানে এই স্টুডিওতে শুটিং চলে স্টার জলসার ধারাবাহিক 'বুলেট সরোজিনী'র। যদিও 'বুলেট সরোজিনী'রং ফ্লোরে আগুন লাগেনি। এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তার পাশের ফ্লোরে। যেখানে আগে জনপ্রিয় ধারাবাহিক 'দুই শালিক'-এর শুটিং হতো। ওই ধারাবাহিক শেষ হয়েছে কিছু মাস আগে। তাই এখন পরিত্যক্ত অবস্থায় থাকে ফ্লোরটি। সেদিকে তেমন একটা যাতায়াতও করেন না ইউনিটের সদস্যরা।

জানা যাচ্ছে, শর্ট সার্কিট হয়ে নাকি আগুন লেগেছে। তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। যদিও 'বুলেট সরোজিনী'র শুটিং তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। প্যাকআপের পর প্রোডাকশন কিংবা অভিনেতা-অভিনেত্রীরা ফ্লোরে ছিলেন না। তবে ঘটনাস্থলে তখন বেশ কিছু ইউনিটের সদস্যরা ছিলেন বলে খবর। যদিও জানা যাচ্ছে, কারওর শারীরিকভাবে কোনও ক্ষতি হয়নি।
আরও পড়ুন: বাংলায় ১০০টা সিনেমা হল বানাচ্ছেন প্রসেনজিৎ! 'মহানায়ক সম্মান'-এর অনুষ্ঠানে বড় ইঙ্গিত মমতার
অন্যদিকে, শোনা গিয়েছিল আগামী মাসেই নাকি শেষ হতে চলেছে 'বুলেট সরোজিনী'। ঘোষণা হয়ে গিয়েছে শেষ দিনের শুটিংয়ের দিনক্ষণও। তবে তার মাঝে এরকম অঘটনের ফলে আতঙ্কে ধারাবাহিকের তারকারাও।আগামিকাল অর্থাৎ শুক্রবার ফ্লোরে শুটিং হবে কিনা তা যদিও এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। হঠাৎ কীভাবে এই শর্ট সার্কিট হল তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
ফ্লোর সূত্রে খবর, 'বুলেট সরোজিনী'র শুটিং প্যাকআপের পর এই অগ্নিসংযোগের খবর আসে। তখন ঘটনাস্থলে ছিলেন না কোনও কলাকুশলীরা। তাই খবর পেয়ে আবারও ফ্লোরের অবস্থা খতিয়ে দেখতে যান অনেকে। আগুন লাগার ফলে তা ক্রমেই ছড়িয়ে পড়তে থাকে। ভয়াবহ কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।
কিছু মাস আগেই শেষ হয়েছে 'দুই শালিক'-এর শুটিং। ওই ফ্লোরে নতুন ধারাবাহিক শুরু না হওয়ার কারণে ফাঁকা অবস্থায় পড়ে ছিল সেটি। আগুন লাগার ঘটনায় মন খারাপ 'দুই শালিক'-এর 'আঁখি' ওরফে অভিনেত্রী তিতিক্ষা দাসের। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "খবরটা কানে আসতেই প্রথমে খুব অবাক হই। বিশ্বাসই করতে পারছিলাম না। যখন জানতে পারলাম সত্যিই এমন হয়েছে, খুব মন খারাপ হয়ে গিয়েছিল। এখনও খুব খারাপ লাগছে। এতগুলো দিন ওই ফ্লোরে শুটিং করেছি। সেই সময় ওই ফ্লোরেই অনেকটা সময় কাটিয়েছি আমরা ওই ফ্লোরেই। ধারাবাহিকটা মনের খুব কাছের ছিল। তাই শেষ হওয়ার পরেও একইভাবে মনে জায়গা করে আছে 'দুই শালিক'।"
তিতিক্ষা আরও বলেন, "সবাই জানি ধারাবাহিক শেষ হলে ফ্লোর ভেঙে দেওয়া হয়। কিন্তু শুনেছিলাম এখনও পর্যন্ত পুরোপুরি ভাঙা হয়নি ফ্লোরটা। তার মধ্যেই এরকম আগুন লাগার খবর। খুব খারাপ লাগছে। ভগবানের অনেক কৃপা যে সেই সময় ফ্লোরে কেউ ছিলেন না। অনেক টাকা ক্ষতি হল ঠিকই। তবে কারওর শারিরীক ক্ষতি হয়নি এটাই অনেক।"
