ভয়াবহ কাণ্ড কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বাড়িতে।  প্রশ্নের মুখে তাঁদের একরত্তি মেয়ে কৃষভির নিরাপত্তা। তারপর থেকে সন্ত্রস্ত তৃণমূল বিধায়ক এবং তাঁর অভিনেত্রী স্ত্রী। ঠিক কী ঘটেছিল? 

ছোট্ট কৃষভিকে সামলাতে না পেরে তার গায়ে হাত তোলেন বাড়ির পরিচারিকা। এমনই অভিযোগ করেছেন শ্রীময়ী। ঘটনা যদিও আজকের নয়। এক মাস আগের। সকলের অনুপস্থিতিতে একরত্তি মেয়েকে সামলাতে না পেরে তাকে মারেন পরিচারিকা। আর সেই দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ফুটেজে। প্রথমে টের না পেলেও পরবর্তীতে সেই ফুটেজ শ্রীময়ীর চোখে পড়ে। সন্তানের প্রতি এমন আচরণে স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ তিনি। পাশাপাশি তার সুরক্ষা নিয়েও চিন্তিত। বিষয়টি কাঞ্চন জানার পর তিনি পুলিশে অভিযোগ করতে চেয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ সুরাহা হবে না বলেই মনে করেছিলেন শ্রীময়ী। ফলে স্বামীকে সেই পথ অবলম্বন করতে বারণ করেন।

কৃষভির জন্মের পর থেকেই কাজ শুরু করেছেন শ্রীময়ী। দীর্ঘ সময় বাড়ির বাইরে শুটিংয়ে ব্যস্ত থেকেছেন। মেয়েকে রেখে গিয়েছেন মা এবং পরিচারিকার ভরসায়। জানা যায়, যেদিন এই ঘটনা ঘটেন, সেদিন বাড়িতে ছিলেন না অভিনেত্রীর মা। পুজোর কাজে গিয়েছিলেন নিজের বাড়িতে। অগত্যা পরিচারিকাকে বিশ্বাস করেই তাঁকে মেয়ের দায়িত্ব সঁপে দিয়ে কাজে বেরিয়েছিলেন কাঞ্চন-পত্নী। এখনও এক বছর পূর্ণ না করা কৃষভিকে সামলাতে হিমশিম খেয়ে তার গায়ে হাত তোলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা পরিবারকে।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)