ইতিমধ্যেই জমে গিয়েছে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’।  প্রতি বৃহস্পতিবার টুইঙ্কল খান্না আর কাজল একসঙ্গে হাজির হন প্রাইম ভিডিওর টক শো ‘টু মাচ’ নিয়ে। সেই চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর সাম্প্রতিক পর্বে এমন এক মুহূর্ত এল, যা দেখে শুধু চমকেই উঠলেন না, বরং হাঁ হয়ে গেলেন জাহ্নবী কাপুর। করণ জোহর এমন এক কথা বলে ফেললেন, যা শুনে মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল স্টুডিও, আর পরের মুহূর্তেই হেসে গড়াগড়ি খেলেন কাজল ও টুইঙ্কল!

 

সব শুরু এক খেলার ছলে। খেলার নাম ছিল ‘ট্রুথ অর লাই’ অর্থাৎ ‘সত্যি অথবা মিথ্যে’। সেখানে জাহ্নবী করণকে বলেন, “তুমি একটা ভয়ঙ্কর সত্যি বলো, আর একটা বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বল। আর আমরা আন্দাজ করব তার মধ্যে কোনটা সত্যি।” করণের উত্তর শুনে যেন বজ্রপাত হল অনুষ্ঠানে! কারণ আচমকাই তিনি হেসে বললেন, “আমি ২৬ বছর বয়সে কৌমার্য হারিয়েছি…: তারপরেই জাহ্নবীর দিকে তাকিয়ে বলে ওঠেন, "আর আমি তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কেও জড়িয়েছিলাম।”

 

করণের এই কথাতেই চোখ কপালে জাহ্নবীর। তাঁর মুখের ভাব দেখে কাজল আর টুইঙ্কল ততক্ষণে হাসিতে ফেটে পড়েছেন! তবে কয়েক সেকেন্ডের মধ্যেই করণ নিজেই রহস্যভেদ করলেন। বললেন, “আমি সত্যিই ২৬ বছর বয়সে কৌমার্য হারাই, কিন্তু তোমার পরিবারের কারও সঙ্গে ঘনিষ্ঠ হইনি। তবে... ভাবনাটা মাথায় এসেছিল দু’-একবার!” বলেই নিজের সেই অতিপরিচিত হাসি হেসে ওঠেন করণ!

 

জাহ্নবী ও করণের সম্পর্ক কিন্তু বহু বছরের। করণের ধর্মা প্রোডাকশনেই ২০১৮ সালে ধড়ক ছবিতে বলিউডে পা রাখেন শ্রীদেবী-কন্যা। এরপর একে একে গুঞ্জন সাক্সেনা, রকি ঔর রানী কি প্রেম কাহানি–র মতো প্রজেক্টে কাজ করেছেন তিনি। তাঁদের সাম্প্রতিক যৌথ প্রজেক্ট মিস্টার অ্যান্ড মিসেস মাহি ইতিমধ্যেই দর্শকমহলে প্রশংসিত।