নিজস্ব সংবাদদাতা: গত কয়েক সপ্তাহে প্রথম স্থানে জায়গা পায়নি স্টার জলসার ধারাবাহিক 'কথা'। কিন্তু দেবীপক্ষের শুরুতেই এবার জয় হল কথার। এই সপ্তাহে সকলকে পিছনে ফেলে এক নম্বরে জয়গা করে নিল এই ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৭.৫। দ্বিতীয় স্থানে রয়েছে 'গীতা এলএলবি'। ৭.৪ নম্বরে নিজের জায়গা ধরে রাখল গীতা। গত সপ্তাহে 'বাংলা সেরা' ধারাবাহিক 'ফুলকি' এই সপ্তাহে সোজা তিন নম্বরে নেমে গিয়েছে। প্রাপ্ত নম্বর ৭.২ ।
এই সপ্তাহে চতুর্থস্থানে একসঙ্গে তিনটি মেগা। ৬.৬ নম্বরে 'উড়ান' ও 'জগদ্ধাত্রী'র সঙ্গে জায়গা ভাগ করল সৃজন-পর্ণার 'নিম ফুলের মধু'। পঞ্চমে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। 'কোন গোপনে মন ভেসেছে' ও 'শুভ বিবাহ'র যৌথভাবে প্রাপ্ত নম্বর ৬.৪।
ষষ্ঠ স্থানেও রয়েছে তিন তিনটি ধারাবাহিক। ৬.০ নম্বরে এই জায়গায় রয়েছে 'বঁধুয়া', 'অনুরাগের ছোঁয়া' ও 'হরগৌরী পাইস হোটেল'। সপ্তমে জায়গা করেছে 'রোশনাই'। এই মুহুর্তে ধারাবাহিকের নতুন মোড় দারুন পছন্দ করছেন দর্শক। চলতি সপ্তাহে এই মেগার প্রাপ্ত নম্বর ৫.৯। অষ্টমে ৫.৭ নম্বরে পেয়ে রয়েছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'আনন্দী'। শুরুতেই দর্শকের মনে আবারও জায়গা করে নিয়েছে ঋত্বিক মুখোপাধ্যায় ও অন্বেষা হাজরার অনস্ক্রিন কেমেস্ট্রি। নবমে রয়েছে 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। প্রাপ্ত নম্বর ৫.০। জি বাংলা ও স্টার জলসার দুই ধারাবাহিক 'মিঠিঝোরা' ও তেঁতুলপাতা' রয়েছে দশম স্থানে। যৌথভাবে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৯।
নতুন শুরু হওয়া ধারাবাহিকের জন্য একটু হলেও চাপে রয়েছে পুরনো ধারাবাহিকগুলো। এমনকী বেশকিছু মেগার শেষের খবরও কানাঘুষো ঘুরছে টলিপাড়ায়। সেই সঙ্গে আসছে আরও নতুন ধারাবাহিকও। উৎসবের মরশুমে কোন জুটি এবার দর্শকের মন জয় করে এখন সেটাই দেখার।
