'অনুরাগের ছোঁয়া'য় 'রূপা'র চরিত্রে ক্যামেরার সামনে এসেছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। বাবার আদর্শকে সঙ্গে নিয়েই অভিনয় জগতে পথ চলা শুরু তাঁর। অভিষেক চট্টোপাধ্যায়কে দর্শক শেষ দেখেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যে 'খরকুটো' ধারাবাহিকে। ওই ধারাবাহিক চলাকালীনই প্রয়াত হন অভিনেতা। এবার সেই লীনা গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যেই অভিনয় করতে চলেছেন মেয়ে সাইনা। 

 

 

 

 

অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউজের ব্যানারে আসছে একটি নতুন ধারাবাহিক। জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই মেগা। এই খবর প্রথম জানিয়েছিল আজকাল ডট ইন।‌ প্রকাশ্যে এসেছিল গল্পের নায়ক-নায়িকার কথাও। ধারাবাহিকের নাম 'কনে দেখা আলো'। এই ধারাবাহিকেই দেখা যেতে চলেছে সাইনাকে।‌

 

 

নতুন কাজ শুরুর আগে আবেগপ্রবণ সাইনা। সমাজমাধ্যমে 'খরকুটো' ধারাবাহিকে বাবা অভিষেকের ছবি ও নিজের নতুন ধারাবাহিকের লুকের ছবি কোলাজ করে ভাগ করেছেন সাইনা। সঙ্গে লিখেছেন, 'বাবা, আমি তোমায় খুব ভালবাসি। সেই লীনাআন্টির স্ক্রিপ্ট, আর এখন তোমার আশীর্বাদে আমি এগিয়ে চললাম।'

 

 

আরও পড়ুন: আর্যর অতীতের মুখোমুখি অপর্ণা! পূর্বজন্মের সব কথা সামনে আসবে এবার? কী হতে চলেছে গল্পের নতুন মোড়ে?

 

এই ধারাবাহিকে প্রথমবার ধারাবাহিকে জুটি বাঁধছেন নন্দিনী দত্ত ও সোমরাজ মাইতি। যদিও এই ধারাবাহিকে ফুটে উঠবে দুটো জুটির গল্প। নন্দিনী-সোমরাজের পাশাপাশি থাকবেন সাইনা চট্টোপাধ্যায় ও আরও একজন নায়ক। জানা যাচ্ছে, গল্পের মোড়ে নন্দিনী ও সাইনার মাঝে দোটানায় পড়বেন সোমরাজ। কিন্তু সাইনার নায়কের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে? তা নিয়ে চলছিল জল্পনা। কিছুদিন আগেই আজকাল ডট ইন জানিয়েছেন সাইনার নায়কের নাম। এই চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা মৈনাক ঢোলকে।

 

 

 

গল্পে শহুরে বনলতা আর গ্রামের লাজবন্তীর জীবন বদলে যায় ঘটনার পাকচক্রে। বিয়ের প্রেক্ষাপটে লেখা এই গল্পে অদলবদল হয়ে যায় দু'জনের ভালবাসার ঠিকানা। ভবিষ্যতে সঠিক আস্তানায় ফেরত গেলেও বোঝা যায় মনের ঠিকানা ফেলে এসেছে পেছনেই। আসছে ভালবাসার বাসা বদল নিয়ে দুই নারীর জীবন বদলে যাওয়ার গল্প 'কনে দেখা আলো'। ইতিমধ্যেই বর-কনের বেশে সামনে এল দুই জুটির ঝলক। গ্রামের মেয়ে 'লাজবন্তী'র চরিত্রে দেখা যাবে সাইনাকে। অন্যদিকে, 'বনলতা'র চরিত্রে দেখা যাবে নন্দিনীকে। দুই বিপরীত মেরুর নারীর জীবন কোন খাতে বইবে? সেই কাহিনিই ফুটে উঠবে ধারাবাহিকে। 

 

 

 

প্রসঙ্গত, প্রথমবার যেমন জুটি বাঁধছেন সোমরাজ-নন্দিনী, তেমনই মৈনাক-সাইনার জুটিকেও দর্শক প্রথমবার একসঙ্গে দেখতে চলেছেন।‌ দর্শক এর আগে মৈনাককে দেখেছিলেন 'মিঠিঝোরা'য়। ওই ধারাবাহিকে 'সার্থক'-এর চরিত্রে অভিনয় করেছিলেন মৈনাক। এমনকী দর্শকের ভালবাসাও পেয়েছিলেন বিপুল। যদিও বহুদিন ধরেই টেলিভিশন জগতের পরিচিত মুখ তিনি। অন্যদিকে, সাইনাকে দর্শক শেষ দেখেছেন স্টার জলসার ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া'য় 'রূপা'র চরিত্রে। মৈনাক ও সাইনার জুটি দর্শকের কতটা মন কাড়বে এখন সেটাই দেখার। বরাবরই দর্শক নতুন জুটির অপেক্ষায় থাকেন। তাই দর্শকের চাহিদা মেটাতেই অর্গানিকের হাত ধরে প্রেমের এক অসম বন্ধনের গল্প ফুটিয়ে তুলতে আসছে নতুন দুই জুটি। 

 

 

 

 

 

ইতিমধ্যেই বোলপুরে অর্গানিকের নতুন ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে। দুই জুটির কোন জুটিকে দর্শক বেশি পছন্দ করেন এখন সেটাই দেখার‌। সোমরাজ-নন্দিনী, মৈনাক-সাইনা ছাড়াও এই গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে টলিপাড়ার বহু পরিচিত মুখকে। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শুরুতেই সম্প্রচারিত হবে এই নতুন মেগা।