একে একে নায়িকাদের ঘরে ফেরা হচ্ছে বলাই যায়। কারণ, সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ছোটপর্দায় ধরা দিতে চলেছেন তাঁরা। টলিপাড়ার বহু নায়িকাদের 'ঘর ওয়াপসি'র খবর মিলছে। সন্দীপ্তা, রণিতা দাসের পর এবার মধুমিতা সরকারকে দেখতে পাওয়া যাবে ছোট পর্দায়।
যে স্টার জলসার হাত ধরে প্রথম জনপ্রিয় হয়েছিলেন মধুমিতা, সেই স্টার জলসাতেই আবার ফিরে এলেন তিনি। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। বিপরীতে রয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য।
ইতিমধ্যেই ধারাবাহিকের ঝলক প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একজন ব়্যাপারের চরিত্রে অভিনয় করবেন মধুমিতা। তবে দেখা মেলেনি নীলের। প্রোমোর এক ঝলক দেখে মনে হচ্ছে, নিম্ন মধ্যবিত্ত ঘরের একটি মেয়ের গায়িকা হওয়ার স্বপ্নকেই হয়তো তুলে ধরা হবে ধারাবাহিকের গল্পে। এই ধারাবাহিকে নায়িকাকে দেখা যাচ্ছে একেবারে ভিন্ন লুকে। বোহেমিয়ান লুকে নজর কেড়েছেন মধুমিতা। প্রোমোর শুরুতেই তাঁকে ব়্যাপ গাইতে দেখা যায়। কয়েক সেকেন্ডের এই প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেটিজেনদের মধ্যে। আর এখানেই ধেয়ে এসেছে কটাক্ষের তির।

নেটিজেনরা মধুমিতার টেলিভিশনে ফেরার খবরে যতটা খুশি ছিলেন, ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই বেজায় চটেছেন। সমাজমাধ্যমমে একজন লিখেছেন, 'কি লিরিক্স রে বাবা! বাবা পেটায় মাকে, পাড়ার লোকে দাঁড়িয়ে দেখে!', অন্যজন লিখেছেন, 'যেমন সিরিয়ালের নাম তেমন কাস্টিং, তেমন গানের লিরিক্স। এক কথায় জাস্ট অনবদ্য অসাধারণ তবে অবশ্যই শেষের দিক থেকে।' আরেকজন লেখেন, 'সেইতো সব শেষে বিয়ে টিয়ে করে জা-শাশুড়ির কুচুটেগিরি সামলানো আর দু'জনের পরকিয়া লেখা আছে স্ক্রিপ্টে, শুরুতে তাহলে এত ঝ্যাকান্যাকার কি দরকার।' এদিকে, এক নেটিজেন লেখেন, 'রানু মণ্ডলের গলা এর থেকে ভাল। আর সিরিয়ালের নামটা মনে হয় উগান্ডা থেকে তুলে এনেছে।'

একের পর এক কটাক্ষের তির এগিয়ে আসছে মধুমিতার দিকে। এত বছর পর ছোটপর্দায় ফিরে প্রথমেই এমন নেতিবাচক মন্তব্য কি মন ভেঙেছে মধুমিতার? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেত্রী বলেন, "একদম না। কারওর ব্যক্তিগত মতামতের উপর তো আমার হাত নেই। অধিকারও নেই। তাই নেগেটিভ কমেন্ট তেমনভাবে গায়ে মাখি না। আমি যদিও এখনও পর্যন্ত ভালভাবে দেখিনি কে কী মন্তব্য করেছেন। এখন অনেকেই অনেক কথা বলতেই পারেন। কেউ ভাববেন আমার লুকটা খুব ভাল। কেউ আবার ভাববেন বড্ড রোগা দেখাচ্ছে, বাজে লাগছে। এতে আমার তো কিছুই করার নেই। এবার ধারাবাহিকের টিআরপি যদি সহায় থাকে, তাহলে এসবকিছু দর্শক মনে রাখবেন না। তখন আবার ইতিবাচক মন্তব্যের ভিড় জমবে।"
আরও পড়ুন: ‘বাবা’ হচ্ছেন টলিউডের সুদর্শন নায়ক বিক্রম! ‘মা’ হবেন কিরণ, ব্যাপারটা কী? জানলে অবাক হবেন
প্রসঙ্গত, স্টার জলসায় ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন মধুমিতা। এরপর ‘কুসুম দোলা’ ধারাবাহিকে ঋষি কৌশিকের বিপরীতে অভিনয় করেন তিনি। এরপর বহু বছর ধরেই আর টেলিভিশনের পর্দায় দেখা মেলেনি তাঁর। মাঝে বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মধুমিতা। বলিউডের একটি থ্রিলার সিরিজেও কাজের কথা রয়েছে তাঁর। এর মাঝেই ছোটপর্দায় নতুন চরিত্রে ফিরেছেন অভিনেত্রী।
জানা গিয়েছে, এই ধারাবাহিকে তাঁর বিপরীতে থাকবেন নীল ভট্টাচার্য। তবে প্রথম প্রোমোতেই নায়কের ঝলক মেলেনি। কিন্তু নীল-মধুমিতার জুটিকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। সিরিয়ালপ্রেমীদের অনেকেই তাঁদের জুটিকে প্রথমবার পর্দায় একসঙ্গে দেখার জন্য অপেক্ষায় আছেন।
