মোহর ওরফে ঐন্দ্রিলা সেন এবং দুর্নিবার সাহা। টলিউডের অন্যতম চর্চিত জুটি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক এবং ‘সারেগামাপা’ খ্যাত গায়কের প্রেম-বিয়ে নিয়ে এক সময় কম চর্চা হয়নি। তবে সে সব এখন অতীত। সন্তান নিয়ে দিব্যি গুছিয়ে সংসার করছেন তাঁরা। ছেলে ধিয়ানকে ঘিরেই আবর্তিত তাঁদের জীবন। উৎসবের আবহে একরত্তিকে তাই খোলা চিঠি লিখলেন মা মোহর। আলো ঝলমলে আবহে ছেলেকে কোলে নিয়ে লেন্সবন্দি করলেন মিষ্টি মুহূর্ত। সবুজ শাড়িতে সেজে উঠেছিলেন মোহর। ধিয়ানের পরনে ধুতি-পাঞ্জাবি। ছেলে উদ্দেশ্যে ইংরেজিতে মোহর যা লেখেন, বাংলায় তার তর্জমা করলে দাঁড়ায়,
আমার ছোট্ট ধিয়ান,
সময় যেন আঙুলের ফাঁক দিয়ে ফিসফিস করে চলে যাচ্ছে, এত দ্রুত যে ধরে রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
মাত্র এক বছর আগে তুমি এত ছোট ছিলে যে এক হাতেই দিব্যি তোমায় নিয়ে আদর করা যেত। কিন্তু এখন, তোমার এই অপরিসীম প্রাণশক্তি এবং বিস্ময় আমার দু’বাহুর মধ্যে আর ধরে রাখা সম্ভব নয়।
হয়তো আগামী বছর তুমি আর সেই একই হাসি নিয়ে আমার কোলে ঝাঁপ দেবে না। কয়েক বছরের মধ্যে হয়তো তুমি আমার পাশে থাকার প্রয়োজনও অনুভব করবে না, যেমন আজ অনুভব করো।
কিন্তু সেটা ঠিক আছে, তুমি আমার সবচেয়ে আমার প্রিয়।
প্রতিদিন, যখন তুমি নিজের জগতে একটু একটু করে ডুবে যাবে, আমি পাশে থাকব — তোমার জন্য গর্বিত আর কৃতজ্ঞ বোধ করব এবং তুমি যে মানুষটি হয়ে উঠবে, তাকে দেখে গর্ব বোধ করব।
তোমায় ক্লাসে সেরা হতে হবে না, ভিড়ে সবচেয়ে উজ্জ্বলও হতে হবে না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তুমি যাতে সদয় থাকো।
তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য অনুভব করতে জানুক।
যদি কোনও ভুল হয়, সাহস করে কথা বলার শক্তি রেখো।
তোমার মন সহানুভূতিতে পূর্ণ হোক, আর সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড়াক।
মনে রেখো—
প্রতিটি রঙের আলোকিত মুহূর্তে এবং অন্ধকারে তুমি আমাকে তোমার পাশে পাবে।
আমারের অন্তরের সব ভালবাসা আর যা কিছু আছে, সব তোমার।
ইতি মা
