বলিউডের জনপ্রিয় সঙ্গীত সুরকার জুটি শচীন-জিগর। এই জুটির অন্যতম সদস্য শচীন সাংভি গ্রেপ্তার হলেন এক মহিলার যৌন হেনস্থার অভিযোগে! সুরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মহিলাকে নাকি একটি মিউজিক অ্যালবামের সুযোগ এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) এই ঘটনায় শচীনকে আটক করা হয়েছে।

 

 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী যুবতীর বয়স কুড়ির কোঠায়। তাঁর অভিযোগ, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে শচীন তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। শুরুতে ইনস্টাগ্রামে মেসেজের মাধ্যমে পরিচয় হয়। পরে শচীন তাঁর আসন্ন মিউজিক অ্যালবামে কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং ফোন নম্বর বিনিময় হয়। এরপর ওই যুবতীকে শচীন তাঁর স্টুডিওতে ডেকে এনে বিয়ের প্রস্তাব দেন। সেই সঙ্গে অভিযোগ, শচীন তাঁকে একাধিকবার যৌন হেনস্থা করেছেন।

 এই মামলায় মুখ খুলেছেন অভিযুক্ত শিল্পীর আইনজীবী। অভিযুক্তের পক্ষে বক্তব্য দিয়েছেন আইনজীবী আদিত্য মিথে, যিনি অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন ও প্রমাণহীন বললেন। মিথে বলেছেন, “আমার মক্কেলের বিরুদ্ধে এফআইআর-এ উল্লিখিত অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। মামলার কোনো যৌক্তিকতা নেই। পুলিশ দ্বারা গ্রেপ্তার করাটা অবৈধ ছিল, তাই তাঁকে সঙ্গে সঙ্গে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আমরা সমস্ত অভিযোগের বিরুদ্ধে পুরোপুরি ও স্পষ্টভাবে লড়াই করব।”

এখনও পর্যন্ত শচীন নিজে কোনো বক্তব্য দেননি। তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। জিগরও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।


শচীন-জিগরের সর্বশেষ কাজটি ছিল 'থামা' ছবির সুর, যে ছবিতে রশ্মিকা মন্দানা ও আয়ুষ্মান খুরানা প্রধান ভূমিকায়। এছাড়া, তাদের 'স্ত্রী ২' ছবির গান 'আজ কী রাত' অ্যালবাম গত বছর ব্যাপক সাফল্য পেয়েছিল।