নিজস্ব সংবাদদাতা: জি বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকে নতুন চরিত্রে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী পূর্বাশা রায়। পর্ণাকে প্রায় টেক্কা দিতেই আসছে এই নতুন চরিত্র। তাই আরও জমজমাট হতে চলেছে ধারাবাহিকের গল্প।

'দত্ত বাড়ি'র পাশাপাশি 'মিত্র বাড়ি'র বৌমার চরিত্রে দেখা যেতে চলেছে পূর্বাশাকে। এই বাড়ি এবং এই চরিত্রকে কেন্দ্র করে দর্শক দেখতে চলেছেন নানা মজার ঘটনা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুটিং। আসলে 'নিম ফুলের মধু'-তে কিছুদিন পরপরই নতুন ট্র্যাক আসতে শুরু করে। যেখানে একাধিক নতুন চরিত্রদের দেখা যায় এবং সেই ট্র্যাক একটা সময়ের পরে শেষ হয়ে যায়। সেই কারণেই এই ধারাবাহিকের গল্প কখনও একঘেয়ে লাগে না দর্শকের। তাই টিআরপিতেও দারুণ ফল তাদের। এবার 'মিত্র' ও 'দত্ত' দুই পরিবারের সদস্যরা কি একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে? নাকি গল্পে রয়েছে অন্য টুইস্ট?

এই চরিত্রটি নিয়ে বেশ খুশি পূর্বাশা। 'বাংলা মিডিয়াম', 'তোমাদের রানীর' পর 'নিম ফুলের মধু' ধারাবাহিক এটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে শুরু করেছেন তিনি। পাড়ার দুই বউয়ের মধ্যে সম্পর্ক কেমন হবে, বন্ধুত্ব হবে নাকি রেষারেষি? এইভাবেই এগোবে গল্প।