সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যায়েতরাজ’। বড়পর্দায় মুক্তি পেতেই বক্স অফিসে দাপিয়ে বেরিয়েছিল এই ছবি। ২০০৪ সালে মুক্তি পেয়েছিল অক্ষয়-করিনা-প্রিয়াঙ্কার এই ছবি। আব্বাস-মাস্তান পরিচালিত এই ছবির প্রযোজক ছিলেন সুভাষ ঘাই। সম্প্রতি ২০ বছরে পা দিল এই ছবি। পরিচালক-প্রযোজক ও তিন অভিনেতা-অভিনেত্রীর কেরিয়ারের মাইলফলক হিসাবে ধরা হয় এই ছবিকে। ছবির ২০ বছর পূ্র্তিতে ‘অ্যায়েতরাজ ২’-এর ঘোষণা সারলেন খোদ সুভাষ ঘাই।
‘অ্যায়েতরাজ’-এ 'প্রিয়া'র চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর, অক্ষয় ছিলেন তাঁর স্বামী ‘রাজ’-এর চরিত্রে। অন্যদিকে কেরিয়ার নিয়ে উচ্চাকাঙ্খী মহিলা ‘সোনিয়া কাপুর’-এর চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। সোনিয়ার চরিত্রটিই অক্ষয়কে মিথ্যে যৌন হেনস্থার ঘটনায় ফাঁসিয়ে দেন। তারপর শুরু হয় মামলা। প্রতিহিংসা, ভালবাসা, যৌনতা এবং কোর্টরুম ড্রামা-সো মিলিয়ে জমজমাট ছবি হিসাবে গণ্য হয়েছিল ‘অ্যায়েতরাজ’। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সোনিয়া কপূর ২০০৪ সালের সেই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। এমন সাহসী চরিত্র পর্দায় দেখতে তখনও তেমন সাবলীল ছিলেন না তাঁরা। নিজেকে ভেঙেচুরে পর্দায় চরিত্র ফুটিয়ে তুলেছিলেন প্রিয়ঙ্কা।
