বলিউডের প্রথম সারির অন্যতম অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর জীবনে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন তাঁর মা, শ্রীমতী হেমন্তী দেবী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। শুক্রবার বিহারের গোপালগঞ্জ জেলার বেলসন্দ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন হেমন্তী দেবী। ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছেন তিনি। মায়ের শেষ মুহূর্তে পাশে ছিলেন পুত্র পঙ্কজ ত্রিপাঠী।
অভিনেতার দলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, শ্রী পঙ্কজ ত্রিপাঠীর মা, শ্রীমতী হেমন্তী দেবী আজ শুক্রবার সকালে পারিবারিক নিবাস বেলসান্দ (গোপালগঞ্জ, বিহার)-এ প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন নিঃশব্দে, শান্তিতে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। পঙ্কজ ত্রিপাঠী তখন তাঁর পাশেই ছিলেন। শনিবার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়।”
ত্রিপাঠী পরিবার এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, “ত্রিপাঠী পরিবার তাঁদের এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ। সকলের কাছে অনুরোধ, শ্রীমতী হেমন্তী দেবীকে প্রার্থনায় রাখুন এবং পরিবারকে কিছুটা সময় দিন শোক সামলানোর।”
প্রসঙ্গত, পঙ্কজ ত্রিপাঠীর বাবা গত বছর (২০২৩)-এ প্রয়াত হন। সেই সময়েই অভিনেতা পান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মিমি’ ছবির জন্য সেরা পার্শ্বচরিত্রে অভিনেতার সম্মান। একবার এক সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, তাঁর বাবা-মা কখনওই বুঝে উঠতে পারেননি তাঁর খ্যাতি বা সাফল্যের মানে -“আমার মা এখনও জানেন না আমি কী করি। একদিন বললেন, ‘লোকেরা তোমার খোঁজে আসে কেন?’ ওঁর কাছে আমি এখনও গ্রামের ছেলে, সিনেমার নায়ক নই।”
স্ত্রী মৃদুলা একবার জানিয়েছিলেন, বিয়ের সময় শাশুড়ি প্রথমে সম্পর্কটি মেনে নিতে পারেননি। তবুও সময়ের সঙ্গে সব জট ধীরে ধীরে মিটে যায়।
