স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক 'লক্ষ্মী ঝাঁপি'। এই মেগার মাধ্যমে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন সৌরভ চক্রবর্তী। বিপরীতে শুভস্মিতা মুখোপাধ্যায়। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল। গল্পে নায়ক-নায়িকা যেমন থাকবে, তেমন ভিলেনও তো থাকবে! ইতিমধ্যেই আঁচ পাওয়া গিয়েছে, কে হচ্ছেন এই গল্পের ভিলেন।
খল নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তনয়া চট্টোপাধ্যায়কে। যদিও তার চরিত্রটি পুরোপুরি নেতিবাচক দিকে মোড় নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি সামনে এসেছে 'লক্ষ্মী ঝাঁপি'র প্রথম প্রোমো। এবার প্রকাশ্যে এল ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ। ৩০ জুলাই থেকে সোম-রবি অর্থাৎ সপ্তাহের সাতদিনই দর্শক দেখতে পাবেন এই মেগাকে। সন্ধে সাড়ে ছ'টার সময় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিকটি।
আরও পড়ুন: দেব নয়, প্রথমবার পর্দায় এই নায়কের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন শুভশ্রী, ভাইরাল ছবিতে তোলপাড় নেটপাড়া
কিন্তু এখানেই আসল ট্যুইস্ট! এতদিন সিরিয়ালপ্রেমী দর্শক এই স্লটে দেখতেন 'গীতা এলএলবি'। এবার নতুন মেগা আসতেই কোপ পড়ল এই মেগার উপরে। তবে কি বন্ধ হয়ে যাবে 'গীতা'র গল্প? যদিও চ্যানেল থেকে এমনটা জানা যায়নি। বরং নতুন স্লট পেয়েছে এই ধারাবাহিক। ৩০ জুলাই থেকে বিকেল সাড়ে পাঁচটার স্লটে দেখা যাবে এই মেগাকে। তবে নতুন ধারাবাহিক আসতেই 'গীতা'র স্লটেই কেন কোপ পড়ল? এই প্রশ্ন উঠছে নেটপাড়ায়।

এর কারণ কি এই ধারাবাহিকের কমে যাওয়া টিআরপি? চলতি সপ্তাহে প্রথম দশে জায়গা করতে পারেনি এই মেগা। ৩.৬ নম্বর পেয়ে তেরো নম্বরে ছিল 'গীতা'। গল্পের নিত্য নতুন মোড়েও এখন আর দর্শকের মনে জায়গা পাচ্ছে না এই ধারাবাহিক। অথচ এক সময়ে একটানা 'বাংলা সেরা'র খেতাব জিতেছিল 'গীতা এলএলবি'। এখন আর তেমন জনপ্রিয়তা নেই তার। তাই কি স্লট হারাল? যদিও এই বিষয়ে নিশ্চিত কোনও খবর এখনও পর্যন্ত নেই।
প্রসঙ্গত, 'লক্ষ্মীঝাঁপি' ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ের কনে ঝাঁপি বিয়ের মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় বাড়িতে এসে ব্যাবসার লোকসানের খবর দেওয়া হয় তার বাবাকে। পাওনা টাকা ফেরত চেয়ে ঝাঁপির বাবার উপর হামলা চালায় পাওনাদারেরা। বাবাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ায় ঝাঁপি। কথা দেয় দু'বছরের মধ্যে সবার পাওনা টাকা ফেরত দিয়ে দেবে সে। খালি হয়ে যায় গমগমে বিয়েবাড়ি এই ঘটনার পর। ফাঁকা মণ্ডপে ঝাঁপির পাশে এসে বসে দীপ। জিজ্ঞেস করে এত বর দায়িত্ব যে সে নিল তা কীভাবে পালন করবে? কীভাবে এত টাকা ফেরাবে সে। উত্তরে ঝাঁপি বলে আমি নিজে ব্যাঙ্ক খুলব। হয়তো প্রাইভেট ব্যাঙ্ক খোলার আভাসই দিয়েছে এই ধারাবাহিকের চরিত্র ঝাঁপি।
এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর আবার ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা রায়। যদিও এবার নায়িকা নন, পার্শ্বচরিত্রে দেখা যাবে তাঁকে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অদিতি চট্টোপাধ্যায়ও। এছাড়াও রয়েছেন বহু পরিচিত তারকা।
অন্যদিকে, স্টার জলসার পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'কম্পাস'। প্রযোজনায় টেন্ট সিনেমা। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে থাকছেন নতুন নায়িকা। প্রধান চরিত্রে দেখা যেতে চলেছে নবাগতা পর্ণা চক্রবর্তীকে। টলিপাড়ার সূত্রের খবর, এই ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অর্কপ্রভ রায়কে। এর আগে দর্শক তাঁকে দেখেছিলেন স্টার জলসার ধারাবাহিক 'দুই শালিক'-এর 'দেবা'র চরিত্রে। ওই ধারাবাহিকে অভিনেত্রী তিতিক্ষা দাসের সঙ্গে জুটি বেঁধেছিলেন অর্কপ্রভ। বরাবরই দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেতা। তবে নতুন মেগা আসা মানেই, পুরনো মেগা বন্ধের ঘণ্টা বাজা। এক্ষেত্রে কোন মেগার বিদায় জানানোর পালা এগিয়ে আসছে তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
