এক ধারাবাহিক শুরু তো, অন্য ধারাবাহিক শেষ! যার শুরু আছে, তার শেষ তো থাকবেই। এবার ইতি টানছে সান বাংলার ধারাবাহিক 'ভিডিও বৌমা'। 'ভিডিও বৌমা' ধারাবাহিকের হাত ধরে প্রথমবার জুটি বেঁধেছিলেন আরিয়ান ভৌমিক ও রিখিয়া রায়চৌধুরী। গল্পে তাঁদের চরিত্রের নাম ছিল 'আকাশ' ও 'মাটি'। দু'জনেই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আকাশ-মাটির জীবনধারা একেবারে আলাদা। তবুও গল্পের মোড়ে এক হয়ে যায় তাদের রাস্তা। শুরু থেকেই এই মেগা জায়গা করে নিয়েছিল দর্শক মহলে। গল্পের নিত্যনতুন মোড় দারুণ পছন্দ করেছিলেন দর্শক।

গল্পে হঠাৎই আকাশ ও মাটির বিয়ে হয়েছিল। আকাশ যদিও বিয়েতে বিশ্বাস করত না। ফলোয়ার বাড়ানোর তাগিদে মাটিকে বিয়ে করেছিল আকাশ। কিন্তু গল্পের মোড়ে কাছাকাছি এসেছিল আকাশ-মাটি। তবে বহুবার বিভিন্ন রকমারি পর্বের জন্য কটাক্ষের মুখে পড়েছিল এই মেগা।
এমনকী নাগ-নাগিনীদেরও গল্প উঠে এসেছিল এই মেগায়। তবে যাই হোক না কেন, দর্শকের চোখে জনপ্রিয়তায় ছিল এই মেগা। তাই 'ভিডিও বৌমা'র প্রতিটি পর্বের নিত্যনতুন চমকে বেশ মনোরঞ্জন করছিল। প্রতি সপ্তাহে সান বাংলার টিআরপি-তেও বেশ ভালই ফল করছিল এই ধারাবাহিক। তবে এবার শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।

এই ধারাবাহিকের মাধ্যমেই বেশ কয়েক বছর পর ছোটপর্দায় ফিরেছিলেন আরিয়ান। রিখিয়াও এই প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। দু'জনের অফস্ক্রিন কেমিস্ট্রিও জমে গিয়েছিল। সমাজমাধ্যমে মাঝেমধ্যেই একসঙ্গে ছবি ভাগ করতে দেখা যেত নায়ক-নায়িকাকে।
আরও পড়ুন: 'আমি কিন্তু খুব একটা সেক্সি নই...,' সাহসী দৃশ্যে অভিনয়ের সময় ভয় করে সামান্থার! কিন্তু কেন?
জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। শুটিংয়ের শেষদিনে আকাশ ও মাটি হিসেবে মেকআপ করার ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছেন আরিয়ান। বুঝিয়ে দিয়েছেন এই ধারাবাহিকে তাঁদের যাত্রা এখানেই শেষ। কিন্তু ঠিক কী কারণে শেষ হল এই ধারাবাহিক? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
এদিকে সান বাংলার পর্দায় আসছে দুটি নতুন ধারাবাহিক। রূপকথার গল্পকে কেন্দ্র করে আসছে 'রূপমতী' ও মিষ্টি ভালবাসার গল্প নিয়ে আসছে 'সোহাগে আদরে'। এই দুই ধারাবাহিকের স্লটের জন্যই কি শেষ হল আরিয়ান ও রিখিয়ার মেগা? সেরকমটাই মনে করছেন নেটিজেনরা।
