নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষার পর অবশেষে শুটিং শুরু হয়েছে হইচই-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ইন্দু ৩ এর। দু’টি সিজন দেখার পর থেকেই দর্শকদের প্রশ্ন ছিল কবে আসবে এরপরের সিজন। মাঝে অনেকটা সময় নিলেও অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত সিজন ৩, যেখানে ফাঁস হবে আসল খুনের রহস্য। এই সিজনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূর্বাশা রায়। খুব স্বল্প সময়ের চরিত্র হলেও চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়েব সিরিজের যে অংশ দেখার অপেক্ষায় দর্শকেরা এতদিন মুখিয়ে ছিলেন সেই অংশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যরূপে দেখা যাবে পূর্বাশাকে। যদিও চরিত্র নিয়ে এর চেয়ে বেশি কিছু এই মুহূর্তে বলা যাবে না। কারণ এই ওয়েব সিরিজের প্রত্যেকটা চরিত্রই আসলে রহস্যময়, কে আসলে কেমন, দু’টি সিজন ধরেও দর্শকেরা তা পুরোপুরি বুঝতে পারেননি।
সময়ের সঙ্গে সঙ্গে গল্পের মতোই পাল্লা দিয়ে বদলেছে চরিত্ররা। তবে প্রথম দুই সিজনে পূর্বাশাকে দেখা যায়নি, এই নতুন সিজনে একমাত্র নতুন চরিত্র পূর্বাশা। কাজেই এই নতুন চরিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক কিছু, তার ওপর নির্ভর করছে গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়, এটুকু বলা যেতেই পারে।
প্রসঙ্গত, ইন্দু ওয়েব সিরিজ একটি পারিবারিক গল্প হলেও মূলত একটি রহস্য কাহিনি। যেখানে পরিবারের প্রত্যেকেই প্রায় সন্দেহজনক হয়ে ওঠেন দর্শকদের কাছে, একটি বিশেষ খুনকে কেন্দ্র করে এগিয়ে যেতে থাকে গল্প। তবে কে এই খুনের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সেই প্রশ্নের উত্তর প্রথম সিজন থেকে দর্শকেরা খুঁজে চলেছেন। সম্ভবত এই সিজন দেখার পর অবশেষে সেই উত্তর পেয়ে যাবেন দর্শকেরা।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
আকাশ আট চ্যানেলে প্রথম কদম ফুল ধারাবাহিকের পর ওটিটিতে ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন পূর্বাশা। শুধুমাত্র ধারাবাহিকের জন্য অপেক্ষা করতে চাননা তিনি বরং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে চান পূর্বাশা। পাশাপাশি পরখ করে দেখতে চান বিভিন্ন মাধ্যম। তাই স্বল্প সময়ের চরিত্র হলেও এই কাজটি স্বাচ্ছন্দে করেছেন অভিনেত্রী। আসলে পূর্বাশার কাছে চরিত্রের গুরুত্ব আসল, তাই এই গল্পের ক্ষেত্রে খুব অল্প সময় তাকে দেখা গেলেও খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র তিনি, যাকে ছাড়া এই গল্প অসম্পূর্ণ থেকে যায়। অথচ বাকি দু’টি সিজনে একবারও দেখা যায়নি পূর্বাশাকে, এটাই এই চরিত্রের মজা।
আরও পড়ুন: একবার লাগালেই ঘণ্টার পর ঘণ্টা চলবে! থ্রি ডি প্রিন্টারে কৃত্রিম পুরুষাঙ্গ তৈরি করলেন বিজ্ঞানীরা
তবে এখনও এই চরিত্র নিয়ে খুব বেশি কিছু বলতে চাননি পূর্বাশা। এর আগের ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন তিনি। মাত্র কয়েক মাসের ধারাবাহিক হলেও ক’দিনেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল সেই চরিত্র। তবে পূর্বাশাকে দর্শকেরা যেমন নেতিবাচক চরিত্রে দেখেছেন তেমনই ইতিবাচক চরিত্রেও অভিনয় করেছেন তিনি। একজন অভিনেত্রী হিসেবে সব ধরনের চরিত্রে কাজ করতে চান তিনি। তবে অভিনয়ের পাশাপাশি নিজের ব্যাবসাও সামলান পূর্বাশা। নিজের পোশাকের ব্যবসার পাশাপাশি অভিনয় করে চলেছেন পূর্বাশা, নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার কারণে পরপর একাধিক কাজ সেইভাবে করতে পারেন না অভিনেত্রী। একটা কাজ শেষ হওয়ার পর কিছুটা বিরতি নিয়ে আবার কাজে ফেরেন। এই সিরিজের পর আবার কবে ধারাবাহিকে ফিরবেন, সেই অপেক্ষাতেই রয়েছেন দর্শকেরা।
