সংবাদসংস্থা মুম্বই: বলিউডের চিরকুমার সলমন খান কবে বিয়ে করবেন? এই প্রশ্নের উত্তর আজও খুঁজে চলেছেন 'ভাইজান'-এর অনুরাগীরা। কিন্তু এবার জানা গেল, বহুদিন আগেই নাকি বিয়ে সেরেছেন সলমন। এই কথা নিজেই প্রকাশ করেছেন অভিনেতা। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে এসেছে বলিউডের একটি পুরনো অনুষ্ঠানের ভিডিও। সেখানে শাখরুখ খান সলমনকে প্রশ্ন করেন যে তিনি কবে বিয়ে করবেন? তাঁর বিয়ের জন্য আর অপেক্ষা করা যাচ্ছেনা। এর উত্তরে সলমন বলেন, "বহুদিন আগেই আমার বিয়ে হয়ে গিয়েছে। এতদিন সবার কাছে এই তথ্যটা গোপন করেছিলাম।" সলমনের মুখ থেকে এই কথা শুনে অবাক হন ওই অনুষ্ঠানে থাকা দর্শক। 

সলমনের এই উত্তরে চমকে গিয়ে শাহরুখ পাল্টা প্রশ্ন করেন যে কাকে বিয়ে করেছেন তিনি? জবাবে ভাইজান জানান, স্বপ্নে এক সুন্দরী এসেছিলেন তাঁকেই বিয়ে করেন সলমন কিন্তু ওই সুন্দরীর মুখ দেখার আগেই তাঁর ঘুম ভেঙে যায়। এই কথা শুনে হেসে লুটপাটি হন অনুষ্ঠানের দর্শক। 

প্রসঙ্গত, জীবনে বহুবার প্রেম আসলেও, এমনকী বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাম জড়ালেও এখনও পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেননি সলমন। কেরিয়ারের শুরুতে ঐশর্যর সঙ্গে নাম জড়ায় তাঁর। এরপর ২০০১ সাল নাগাদ সম্পর্কে ভেঙে যায় সলমন-ঐশ্বর্যর। ক্যাটরিনা কইফের প্রেমেও হাবুডুবু খান ভাইজান, এমনটাই গুঞ্জন ছিল বলিপাড়ায়। এরপরেও সলমনের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল অভিনেত্রী পূজা হেগড়ে থেকে শুরু করে শাহনাজ গিলেরও। যদিও নিজের প্রেম নিয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেতাকে।