নিজস্ব সংবাদদাতা: ঝিল্লির জীবনে এল নতুন প্রেম। তার স্বপ্নের রাজকুমার যে আর কেউ নয়, সে ঋষিই। তা এবার বুঝতে পারে ঝিল্লি। ঋষির প্রেমে পড়ে সে। মনের কথা কি ঋষিকে বলতে পারবে ঝিল্লি? এবার কি শুরু হবে তাদের প্রেম? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল ভারতলক্ষ্মী স্টুডিওয়, স্টার জলসার 'তেঁতুলপাতা'র শুটিং ফ্লোরে।


প্রেমের ঠেলায় নাজেহাল গৌরব


চারিদিকে এখন শুধু ঋষিকেই দেখছে ঝিল্লি। তাই নানা রকম সাজে হাজির হতে হচ্ছে পর্দার 'ঋষি' অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়কে। একের পর এক লুক চেঞ্জ আর তড়িঘড়ি শট। কখনও পুলিশ অফিসার, কখনও আবার মিষ্টির দোকানের মালিক, কখনও নাপিতের বেশে গৌরব! ঝিল্লির জন্য এক বেলায় এতকিছু করতে হচ্ছে? প্রশ্ন শুনেই হেসে ফেলেন নায়ক। হাসতে হাসতেই বলেন, "তাও তো এখন শুধু ঝিল্লি প্রেমে পড়েছে। এবার যদি ঋষিও ঝিল্লির প্রেমে পড়ে, তাহলে যে কী হবে ভেবেই হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে।" প্রেমে পড়লে হাত-পা ঠান্ডা হয়ে যায় বলছেন? গৌরবের জবাব, "ও বাবা! আরও যে কতকিছু হয়! তবে ধারাবাহিকের ক্ষেত্রে বিষয়টা অতিরঞ্জিত করে দেখানো হয়। এদিকে ঝিল্লি লেখিকা, তাই ওর কল্পনার জগতের রাজপুত্র হতে গিয়ে আমার হাত বেহাল।" 


ভালবাসা মানেই লুকোচুরি!


কথার মাঝেই নতুন লুকের জন্য আবার ডাক পড়ল গৌরবের। এদিকে, ফাঁকা সময় পেয়েই দস্যিপনা শুরু পর্দার 'ঝিল্লি' ওরফে ঋতব্রতা দের। অবশেষে স্বপ্নের রাজকুমারকে খুঁজে পেলেন? লজ্জা পেয়ে নায়িকার জবাব, "সে তো পর্দায়। ঋষির মতো গোমরা মুখোকে যে ঝিল্লির ভাল লাগবে, এটা মেনে নিতেই অনেক সময় লেগেছে। কিন্তু প্রেমে পড়লে তো মনকে আটকানো যায় না। তাই এখন চোখে সর্ষেফুলের মতো ঋষিকেই দেখে যাচ্ছে।" মনের কথা এখনও বলতে পারেনি ঝিল্লি, বাস্তবে প্রেম প্রসঙ্গে কতটা সাবলীল? ঋতব্রতার কথায়, "প্রেম ব্যাপারটাই এমন, যে মনে হয় লুকোচুরির মতো। একটু আড়ালে না থাকলে মজা নেই।" 


ফের নতুন লুকে হাজির গৌরব। দেখে হেসে খুন ঋতব্রতা। দু'জনের খুনসুটিতে যোগ দিলেন পরিচালক শমিকও। বিকেলের চায়ের সঙ্গে জমলো অফস্ক্রিন আড্ডা।