নিজের মনের কথা শ্রীকে জানিয়ে দিল রাজ। শ্রী কি সব জেনেই মেনে নেবে তাকে? মর্যাদা দেবে তার ভালবাসাকে? জানতে আজকাল টেলিভিশন পৌঁছে গিয়েছিল দাসানি ২ স্টুডিওতে, জি বাংলার ‘অমর সঙ্গী’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে। লেখায় স্নিগ্ধা দে।
ফ্লোরে ঢুকতেই মনে হল চারদিকে যেন প্রেমের মরশুম। আলো আঁধারিতে হাঁটু মুড়ে বসে নায়িকাকে প্রেম নিবেদন করছেন নায়ক। সেটের দোতলার বারান্দা যেন স্বপ্নপুরী। নায়ক-নায়িকাকে একসঙ্গে অফস্ক্রিন আড্ডায় পেতে অপেক্ষা করতে হল আরও কিছুক্ষণ।
সিঙ্গল শটের মাঝেই পর্দার ‘রাজ’, অভিনেতা নীল ভট্টাচার্য হাসতে হাসতেই বলে উঠলেন, “বহুযুগ পর এইভাবে হাঁটু মুড়ে বসে কাউকে প্রেম নিবেদন করছি!’’ এই ফাঁকে মেকআপ রুমে গিয়ে স্ন্যাকস দিয়ে পেটপুজোয় ব্যস্ত ‘শ্রী’ ওরফে শ্যামৌপ্তি মুদলি। সিন বদলের আগে অবশেষে কিছুক্ষণের জন্য একসঙ্গে পাওয়া গেল দু'জনকে।
সেরা হওয়ার লড়াই
‘অমর সঙ্গী’ জুটির নতুন সংস্করণ হিসেবে নিজেদের তুলে ধরাটা কি বাড়তি চ্যালেঞ্জ? নীল বলেন, “আমার কাছে অমর সঙ্গী মানে সেরা জুটি। দর্শকের চোখে আমরাও যাতে সেরার সেরা জুটি হয়ে উঠতে পারি, সেই চেষ্টাই করছি।” নায়িকাকে যেভাবে স্বপ্নের মতো প্রেম নিবেদন করলেন, বাস্তবেও কি তেমন ঘটেছে? নীল হেসে বলেন, “আমার ক্ষেত্রে একেবারেই এরকম হয়নি। তবে শ্যামৌপ্তি নিশ্চয়ই এরকম বহু প্রোপোজাল পেয়েছে!” পাশ থেকে অভিনেত্রীর তড়িঘড়ি জবাব, “বহু প্রোপোজাল পাইনি। তবে এরকম রোমান্টিক মুহূর্ত জীবনে এসেছে।”
শ্যামৌপ্তির 'অমর সঙ্গী' কে?
নীল বাস্তবে ‘অমর সঙ্গী’ পেলেও শ্যামৌপ্তি পেয়েছেন কি? “এখনও এরকম কিছু ভাবিনি। পেলে অবশ্যই সবার আগে দর্শক জানতে পারবেন।” লাজুক উত্তর নায়িকার।
খুব অল্প দিনেই গত সপ্তাহের স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিকে যেমন নায়ক-নায়িকার জীবনে প্রেম আসতে অনেক সময় লেগে যায়, এ ক্ষেত্রে উল্টোটা ঘটছে। এটাই কি ইউএসপি? “আমার মনে হয় গল্পের বাঁধনটাই এমন যে, দর্শক পছন্দ করতে বাধ্য হবেন। আর সেই সঙ্গে রয়েছে আমাদের প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আশীর্বাদ,” বললেন নীল।
শ্যামৌপ্তির কথায়, “আমি আগে কখনও এত রোমান্টিক গল্পে অভিনয় করিনি। ধারাবাহিকে দৃশ্যের খাতিরে রোম্যান্স করতে হয়েছে ঠিকই, কিন্তু এই গল্পটাতেই এত প্রেম যে, আমরা প্রত্যেকে নিজের সেরাটা দিয়ে দৃশ্যগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছি।”
হঠাৎই আলো বেড়ে গেল চারপাশে। নতুন সিন শুটের সময় হয়ে গিয়েছে। তড়িঘড়ি আড্ডা ছেড়ে স্ক্রিপ্ট হাতে ফ্লোরে ছুটলেন নায়ক-নায়িকা।
