বলিউডের ‘কিং খান’ এবার যেন নিজের নামের মাহাত্ম্য আরও একবার প্রমাণ করলেন। নিজের ৬০তম জন্মদিনে ভক্তদের বিরাট বড় এক উপহার দিলেন শাহরুখ খান । যাকে বলে জন্মদিনের 'রিটার্ন গিফট'। মুক্তি পেল তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর ট্রেলার। আগামী বছর মুক্তি পাবে ছবিটি, তবে ট্রেলারের আগুনে উত্তেজনায় এখন থেকেই কাঁপছে সোশ্যাল মিডিয়া।

‘কিং’-এর প্রথম ঝলকেই যেন নতুন অবতারে রাজত্ব ঘোষণা শাহরুখের। রূপে-রঙ্গে তিনি ঝলমল করছেন ‘সিলভার ফক্স’ লুকে! ট্যাটুতে মোড়া শরীর, দাড়িতে রুপোলি প্রলেপের ছোঁয়া, চোখে স্টাইলিশ রোদচশমা আর নিজের সেই অননুকরণীয় ছন্দে হাঁটাচলা। এক ঝলকেই বোঝা যায়, এই শাহরুখ আর সেই রোমান্টিক রাহুল নয়, বরং রাগ, অ্যাকশন আর ঠান্ডা মাথার খুনের মেজাজের এক রাজা, যিনি বলেন, “কত খুন করেছি আজ আর মনেও পড়ে না ঠিক করে … যাদের মেরেছি তারা ভাল ছিল না মন্দ, সেসবও জানি না…শুধু শেষমুহূর্তে দেখেছিলাম তাদের চোখে আমার জন্য বিরাট ভয়, আতঙ্ক। হাজার খুন, ১০০-র বেশি দেশে আমার বদনাম … কিন্তু সবাই মিলে দিয়েছে আমার একটাই নাম ভয় নয়, আমি মূর্তিমান আতঙ্ক... শো শুরু হবে এবার। ”
পরিচালক সিদ্ধার্থ আনন্দ ইনস্টাগ্রামে লিখেছেন,“১০০-র উপর দেশে তাঁর বদনাম, আর গোটা দুনিয়া তাঁকে দিয়েছে একটাই নাম #কিং। শো শুরু হবে এবার! ২০২৬-এর ক্রিসমাসে আসছে সে।”
ট্রেলারের সঙ্গেই শুরু হল উত্তেজনার জোয়ার। এক ভক্ত লিখেছেন, “এবার জওয়ান-এর রেকর্ড তা ভাঙবে!” অন্য কেউ লিখছেন, “কিং-এর বছর হতে চলেছে ২০২৬!” বাংলাদেশ থেকে এক অনুরাগীর পোস্ট ভাইরাল, “অস্কারের থেকেও বড় শাহরুখ।"
ছবির কাস্ট লাইন-আপও এককথায় জমজমাট। শাহরুখের সঙ্গে রয়েছেন জয়দীপ আহলাওয়াত, এরশাদ ওয়ার্সি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা ও রাঘব জুয়াল। ছবি অতিথি শিল্পী হিসেবেদেখা যাবে দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর ও রানি মুখার্জিকে।
এককথায় 'কিং' - গল্প বলবে একজন মেন্টর ও তাঁর শিষ্যের বিপজ্জনক যাত্রার যেখানে বাঁচার লড়াই ঠেলে দেয় তাদের চরম সীমায়, প্রকৃতির নিষ্ঠুরতার বিরুদ্ধে।
সব মিলিয়ে জন্মদিনে যেন শাহরুখের ঘোষণা স্পষ্ট, “ কিং আসছে না, কিং ফের জন্ম নিয়েছে!”
