মহা-নবমী এবার আরও একটু বিশেষ সোহিনী সরকারের কাছে। কারণ বুধবার, ১ অক্টোবর তাঁর জন্মদিনও বটে। জীবনের নতুন বছরে পদার্পণ। নতুন অধ্যায়। বিশেষ দিনে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। ভালবাসার লেন্সবন্দি মুহূর্ত আর প্রেমে মজে থাকা মন দিয়েই নায়িকাকে সওগাত দিলেন গায়ক।

ইনস্টাগ্রামে সোহিনীর উদ্দেশ্যে একটি পোস্ট করেন শোভন। পাহাড়ে বেড়ানো থেকে রাতের কলকাতার অলিগলির সফর, সেই মন্তাজে ধরা আছে তাঁদের প্রেমের আখ্যান। প্রতিটি মুহূর্তে বোঝা যায়, জীবনের সব আনন্দ, স্বপ্ন এবং অভিযানের সঙ্গী তাঁর কাছে সোহিনীই। আরও বিশেষ হয়ে ওঠে পোস্টটি, কারণ শোভনের নিজের গান ‘একে একে দুই’ বাজছে আবহে।

স্ত্রীর উদ্দেশ্যে গায়ক লেখেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে। আজ আমার রাজকন্যার জন্মদিন।’

পুজো আর জন্মদিন একই সময়ে। ফলে আনন্দ-উদযাপনে যে কোনও কমতি থাকবে না, তা বোঝাই যায়।

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by shovan ganguly ???????? (@shovan_ganguly)