মহা-নবমী এবার আরও একটু বিশেষ সোহিনী সরকারের কাছে। কারণ বুধবার, ১ অক্টোবর তাঁর জন্মদিনও বটে। জীবনের নতুন বছরে পদার্পণ। নতুন অধ্যায়। বিশেষ দিনে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন স্বামী শোভন গঙ্গোপাধ্যায়। ভালবাসার লেন্সবন্দি মুহূর্ত আর প্রেমে মজে থাকা মন দিয়েই নায়িকাকে সওগাত দিলেন গায়ক।
ইনস্টাগ্রামে সোহিনীর উদ্দেশ্যে একটি পোস্ট করেন শোভন। পাহাড়ে বেড়ানো থেকে রাতের কলকাতার অলিগলির সফর, সেই মন্তাজে ধরা আছে তাঁদের প্রেমের আখ্যান। প্রতিটি মুহূর্তে বোঝা যায়, জীবনের সব আনন্দ, স্বপ্ন এবং অভিযানের সঙ্গী তাঁর কাছে সোহিনীই। আরও বিশেষ হয়ে ওঠে পোস্টটি, কারণ শোভনের নিজের গান ‘একে একে দুই’ বাজছে আবহে।
স্ত্রীর উদ্দেশ্যে গায়ক লেখেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে। আজ আমার রাজকন্যার জন্মদিন।’
পুজো আর জন্মদিন একই সময়ে। ফলে আনন্দ-উদযাপনে যে কোনও কমতি থাকবে না, তা বোঝাই যায়।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by shovan ganguly ???????? (@shovan_ganguly)
২০২৩ সালে প্রেম শুরু হয় সোহিনী-শোভনের। প্রথমে যদিও সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন তাঁরা। এক সময় বিদেশে বেড়াতে গিয়েছিলেন যুগলে। এক ফ্রেমে ধরা দেননি। কিন্তু দু’জনের নেপথ্য পটভূমি বলছে, তাঁরা একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন। কখনও শোভন বরফ মেখেছেন। কখনও সোহিনী। তারপরেই হিমশীতল দেশে ফাগুনের আগুন জ্বালিয়েছেন গায়ক। ১৯৭২ সালের হিট ছবি ‘শোর’-এর জনপ্রিয় গান ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’ গেয়েছেন। কাকে শুনিয়েছেন? বিপরীতেই বা কে? এমন সব প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছিল অনুরাগীদের। কখনও আবার একাধিক বার নেটমাধ্যমে ছবি দিয়ে সেই ছবি সরিয়ে নিয়েছেন তাঁরা। তাতে যদিও কিছু চাপা থাকেনি। অনুরাগীদের নজর এড়িয়ে যায়নি তাঁদের রসায়ন। কিন্তু পরে যদিও আর গোপন কথাটি গোপন থাকেনি। রীতিমতো ঢাকঢোল পিটিয়েই চলেছে প্রেমের উদযাপন। ২০২৪-এ ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারে দু’জন। আপাতত তাঁদের লাল-নীল সুখের সংসার।
পুজোয় মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’ । ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে গুঞ্জার চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। কুড়িয়েছেন প্রশংসাও। পুজোর আনন্দ যেন দ্বিগুণ।
প্রসঙ্গত, শোভন এবং সোহিনীর প্রেম হওয়ার আগে তাঁরা দু’জনেই অন্য সম্পর্কে ছিলেন। দীর্ঘ দিনের সেই সম্পর্কগুলি ভাঙার পর একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে পান তাঁরা।