১ অক্টোবর ছিল সোহিনী সরকারের জন্মদিন। জীবনের নতুন বছরে পা রেখেছেন নায়িকা। কাছের মানুষজন থেকে শুরু করে অসংখ্য অনুরাগী, সকলেই শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছে তাঁকে। আপ্লুত টলিউডের অন্যতম সফল নায়িকা। ধন্যবাদ জানাতেও ভোলেননি।
এত ভালবাসা ফিরিয়ে দিতে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দিলেন সোহিনী। সবুজ শাড়িতে নিজেকে সাজিয়ে লেন্সবন্দি হয়েছেন নায়িকা। চোখে গাঢ় কাজল, কপালে টিপ। হাতে গোছা চুড়ি। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘১ অক্টোবর জন্মদিন উপলক্ষ্যে বহু মানুষ শুভেচ্ছা, ভালবাসায় ভরিয়ে দিয়েছেন... এই মায়া , ভালবাসাটুকু পাওয়ার জন্যই বেঁচে থাকা, কাজ করা, ভালর পাল্লাকে ভারী করার তাগিদ । ঈশ্বরের কাছে প্রার্থনা করি বয়সের সাথে সাথে অভিজ্ঞতার ঝুলি ভরে উঠুক, ভাল-মন্দ সব কিছু সহজে মেনে নেওয়ার ধৈর্য্য বাড়ুক অন্তরে, বিশ্বাস যেন হারিয়ে না ফেলি । শুভ বিজয়া সবাইকে, প্রণাম নেবেন, ভালবাসা নেবেন , মা আবার এসো, অপেক্ষায় থাকব।’ সেই পোস্টে সোহিনীকে আরও একবার ভালবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
বর্তমানে সাফল্যের জোয়ারে ভাসছেন সোহিনী। পুজোয় মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি। বক্স অফিসের সেই ছবি যেমন সাফল্য পেয়েছে, তেমনই প্রশংসিত সোহিনীর অভিনয়ও প্রশংসিত। পরবর্তীতে প্রতিম দাশগুপ্তের থ্রিলার সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sohini Sarkar (@sohinisarkar01)
সোহিনীর জন্মদিনে ইনস্টাগ্রামে তাঁর উদ্দেশ্যে একটি পোস্ট করেন শোভন। পাহাড়ে বেড়ানো থেকে রাতের কলকাতার অলিগলির সফর, সেই মন্তাজে ধরা আছে তাঁদের প্রেমের আখ্যান। প্রতিটি মুহূর্তে বোঝা যায়, জীবনের সব আনন্দ, স্বপ্ন এবং অভিযানের সঙ্গী তাঁর কাছে সোহিনীই। আরও বিশেষ হয়ে ওঠে পোস্টটি, কারণ শোভনের নিজের গান ‘একে একে দুই’ বাজছে আবহে।
স্ত্রীর উদ্দেশ্যে গায়ক লেখেন, ‘তার জন্য অপেক্ষাতে সকাল থেকে রাত, জলের মতো সহজ হয়েও সামলে রাখে আশেপাশের গাছপালা থেকে মানুষজনকে । জীবনে কিছু ভাল করার সুবাদে মেয়েটাকে পাওয়া , আর ছাড়ে কে। আজ আমার রাজকন্যার জন্মদিন।’
২০২৩ সাল থেকে গোপনে প্রেম শুরু করেন সোহিনী-শোভন। প্রথমে তা ঘুণাক্ষরেও টের পেতে দেননি কাউকে। নীরবে-নিভৃতে গড়ে উঠছিল রসায়ন। তারপর যদিও আর রাখঢাক ছিল না কোনও। ২০২৪ সালে ঘরোয়া অনু্ষ্ঠানে বিয়ে করেন তাঁরা। বিয়ের বছর ঘুরলেও তাঁদের প্রেম এখনও অমলিন। লাল-নীল সংসার সাজিয়ে ব্যস্ততার মাঝেই ভালবাসায় দিনযাপন তারকা-দম্পতির। একসঙ্গে বেড়াতে যাওয়া, আড্ডা-খুনসুটি আর কাজ, সব মিলিয়ে তাঁদের জীবনের মন্তাজ বর্ণিল।