নিজস্ব সংবাদদাতা: চলতি সপ্তাহেও জোর টক্কর দেখা গেল স্টার জলসা, জি বাংলার মধ্যে। বহুদিন পর এবার প্রথম স্থান 'কথা'র দখলে। ৭.৪ নম্বর পেয়ে 'বাংলা সেরা'র তকমা জিতে নিল এই ধারাবাহিক। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। ৬.৬ নম্বর পেয়ে এই জায়গায় রয়েছে 'ফুলকি' ও 'গীতা এলএলবি'। গল্পে নিত্যনতুন টুইস্ট আনলেও নিজের জায়গা ধরে রাখতে পারলনা 'নিম ফুলের মধু'। ৬.৩ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে 'পর্ণা'-'সৃজন'-এর গল্প।
একটু একটু করে দর্শকমনে জায়গা করে নিচ্ছে 'মহারাজ' আর 'পুজারিণী'র গল্প 'উড়ান'। চলতি সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.২। পঞ্চমে রয়েছে জি বাংলার 'কোন গোপনে মন ভেসেছে'। 'শ্যামলী' আর 'অনিকেত'-এর কেমিস্ট্রির থেকেও দর্শক পছন্দ করছেন 'মন্দার' আর 'রোহিণী'র গল্প। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৯।
ষষ্ঠ স্থানে রয়েছে স্টার জলসার দুই ধারাবাহিক 'শুভ বিবাহ' ও 'রোশনাই'। যৌথভাবে এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.৭। সপ্তমে রয়েছে 'জগদ্বাত্রী'। প্রাপ্ত নম্বর ৫.৮। ৫.৫ নম্বর পেয়ে অষ্টমে রয়েছে 'বঁধুয়া'। নবমে রয়েছে 'ডায়মন্ড' ও 'হৃদান'-এর গল্প। ৫.৪ নম্বর পেয়ে জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'। দশমে ৪.৯ নম্বর পেয়ে রয়েছে 'মিঠিঝোরা'।
নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলো এখনও টিআরপি তালিকায় ভাল ফল করতে পারেনি। কিন্তু এবার সবাইকে টেক্কা দিতে তৈরি হচ্ছে 'অনুরাগের ছোঁয়া'। সময়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিক। এবার গল্প এগোবে 'সোনা','রূপা'কে কেন্দ্র করে। বড় 'রূপা'র চরিত্রে আসছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও 'সোনা'র চরিত্রে দেখা যাবে নতুন মুখ সুকন্যা চক্রবর্তীকে।
