নিজস্ব সংবাদদাতা: উৎসবের মরশুমে একটুও মন ঘোরেনি সিরিয়াল প্রেমীদের। প্রতি সপ্তাহের মতো, এই সপ্তাহেও টিআরপি তালিকায় নিজের পছন্দের ধারাবাহিককে এগিয়ে রাখলেন দর্শক। চমক দিয়ে চলতি সপ্তাহে 'বাংলা সেরা'র জায়গা দখল করল স্টার জলসা ও জি বাংলার দুই ধারাবাহিক। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে ৬.৬ নম্বরে প্রথম স্থানে রয়েছে স্টার জলসার 'কথা' ও জি বাংলার 'ফুলকি'।
দ্বিতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। গল্প এবার শেষের দিকে হলেও নিজেদের রেটিং বাড়িয়ে এই জায়গায় এল ধারাবাহিক। প্রাপ্ত নম্বর ৬.৩। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার 'গীতা এলএলবি'। গীতার জীবনের নতুন মোড়ে চলতি সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে ৬.২ নম্বর।
চতুর্থ স্থানে রয়েছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর গল্প। ৬.১ নম্বর পেয়ে এই স্থানে জায়গা করে নিয়েছে 'জগদ্বাত্রী'। অফস্ক্রিনে এই জুটির রসায়নে ব্যাঘাত ঘটলেও অনস্ক্রিনে কিন্তু দর্শকের চোখে এখনও পছন্দের জুটি তারা। ৬.০ নম্বরে পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার 'উড়ান'।
ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে 'রোশনাই' ও 'কোন গোপনে মন ভেসেছে'। তাদের প্রাপ্ত নম্বর ৫.৭। ৫.৫ নম্বরে সপ্তমে রয়েছে সুধা-তেজের গল্প, 'শুভ বিবাহ'। অষ্টমে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক। 'রাঙামতি তীরন্দাজ', 'হরগৌরী পাইস হোটেল' ও 'অনুরাগের ছোঁয়া'। যৌথভাবে এই তিন ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.২। নবমে রয়েছে 'আনন্দী'। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৫.০। দশমে ৪.৯ নম্বর পেয়ে রয়েছে জি বাংলার 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ'।
দর্শকের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পেই আসছে নতুন নতুন টুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়ও। আসছে আরও নতুন ধারাবাহিক। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি-র লড়াইয়ে কে এগিয়ে থাকে, এখন সেটাই দেখার।
